আজকাল ওয়েবডেস্ক: আসছে ডিসেম্বর। পড়বে শীত। তার আগে যৌন উদ্দীপনা বাড়ানোর ওষুধ কেনার হিড়িক পড়েছে বাজারে। রিপোর্ট বলছে, মূলত পুরুষদের যৌন উদ্দীপনায় ব্যবহৃত ওষুধের বিক্রি বেড়েছে। এর মধ্যে রয়েছে ভায়াগ্রা এবং সিয়ালিসের মত পণ্যও। বিক্রির পরিমাণ এ মাসে ১৭ শতাংশ বেড়েছে।
তথ্য বলছে, সেপ্টেম্বর মাস পর্যন্ত হিসেব ধরলে গত এক বছরে ৫২৫ কোটি টাকায় পৌঁছেছে শুধুমাত্র সিলডেনাফিল নামে এই ওষুধ। তার আগের এক বছরে বিক্রির হিসেব ছিল ৪৫৬ কোটি টাকা। বেড়েছে প্রায় ১৫ শতাংশ।
অন্যদিকে পরিসংখ্যান বলছে, যৌনতাবর্ধক ট্যাডলাফিল এই জাতীয় ওষুধের বিক্রি বেড়েছে ১৯ শতাংশ। গত একবছরে এই যৌনশক্তি বর্ধক বড়ির বিক্রি মোট ৮২৯ কোটি টাকায় পৌঁছেছে। একটা সময় ছিল যখন ভায়াগ্রা কিংবা এই ধরনের যৌন শক্তি বর্ধক ওষুধকে শুধুমাত্র বয়স্কদের ওষুধ হিসেবে বিবেচনা করা হত। এখন দিন বদলেছে। এই ধরনের ওষুধ অল্পবয়সীদের কাছেও অপরিহার্য হয়ে উঠেছে।
বিশেষজ্ঞরা জানাচ্ছেন, এই ভায়াগ্রা ওষুধটি, যৌন সম্পর্ক স্থাপনের এক ঘণ্টা আগে খেলে ভালো কাজ করে। এটি একটি ট্যাবলেট। এই ভায়াগ্রা মূলত টেস্টোস্টেরণের মাত্রা বাড়াতে সাহায্য করে। তবে অবশ্যই এই ওষুধ মুঠো মুঠো খেলে রয়েছে বিপদ। মাথাব্যাথা, বদহজম, ঝাপসা দৃষ্টি, বমি বমি ভাব ইত্যাদি পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিতে পারে অতিরিক্ত ভায়াগ্রা সেবনে। তাই চিকিৎসকদের সাবধানবাণী অভিজ্ঞদের পরামর্শ মেনেই খান ভায়াগ্রা।
