আজকাল ওয়েবডেস্ক: সোনার এখনও আকাশছোঁয়া দাম। মহার্ঘ হলুদ ধাতু কিনতে রীতিমতো হিমশিম খাচ্ছেন মধ্যবিত্তরা। সর্বকালের রেকর্ড ছুঁয়েছে খাঁটি সোনার দাম। এর মাঝেই যেন জ্যাকপট জিতল ভারত। বাংলার পাশের রাজ্যেই মিলল একাধিক সোনার খনি। যেখানে খননকার্য শুরু হলেই রাতারাতি ভারতের ভাগ্য বদলে যাবে। কোন রাজ্যে মিলল সোনার খনি?
জিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া সূত্রে খবর, দীর্ঘ গবেষণার পর ওড়িশায় একাধিক সোনার খনির সন্ধান মিলেছে। এই খনিগুলিতে খননকার্য চালালে বিপুল সোনার হদিশ পাওয়া যেতে পারে। কমপক্ষে ১৮টি জেলায় বিপুল সোনার ভাণ্ডারের হদিশ পাওয়া যেতে পারে।
সম্প্রতি রাজ্য বিধানসভায় খনিমন্ত্রী বিভূতি জেনা সোনার খনির হদিশের বিষয়টি জানিয়েছেন। বিজ্ঞানীরা জানিয়েছেন, ময়ূরভঞ্জ, সুন্দরগড়, নবরংপুর, কেওনঝড়, এবং দেওগড়ে সোনার খনির খোঁজ পাওয়া গেছে। পাশাপাশি মলকনগিড়ি, সম্বলপুরেও পাওয়া যেতে পারে সোনার ভাণ্ডার। জানা গেছে, কেওনঝড়ের আরাডাঙ্গি, ডিমিরমুদা, তেলকোই, গোপুরা, গজাইপুর, সালেইকানা, সিংপুর এলাকায় মিলেছে সোনার খনির হদিশ। এই জেলাতেই গ্রেডের প্ল্যাটিনামের সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা।
খনি মন্ত্রক ও জিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়ার সমীক্ষা অনুযায়ী, কেওনঝড় জেলার চারটি স্থানে, ময়ূরভঞ্জ জেলার চারটি স্থানে এবং দেওগড় জেলার একটি স্থানে মাটির নীচে বিপুল সোনার ভাণ্ডার রয়েছে।
