আজকাল ওয়েবডেস্ক: ছিলেন প্লাম্বার। কাজ করছেন ছোটখাটো। কোনওমতে দিন গুজরান। তখন কি তিনি জানতেন, তাঁর জীবন বড় মোড় নিতে চলেছে? এখন তিনি মালিক কোটি টাকার। যুবকের জার্নি জানেন?

যুবকের নাম মঙ্গল। নিজের ভাগ্য পরীক্ষার জন্য কেটেছিলেন লটারির টিকিট। ব্যাস, তাতেই কেল্লাফতে। লটারিতে ১.৫ কোটি টাকা জিতেছেন তিনি। কোনওমতে দিন কেটে যায়, তার মাঝেই আচমকা কোটি টাকা জিতে, চোখে আনন্দের জল। 

হরিয়ানার সিরসায় মঙ্গল একটি ভাড়া বাড়িতে স্ত্রী-মেয়ে এবং পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে থাকতেন। গত কয়েকবছর ধরে সেখানেই থাকেন তিনি। মঙ্গলের লটারি জেতার ঘটনায় উচ্ছ্বসিত পরিবারের লোকজন। বাড়ির সামনে বাজানো হচ্ছে ঢোল। পাড়ার সকলের মিষ্টিমুখ করানোর জন্য বিপুল মিষ্টি কিনে এনে, সকলকে মিষ্টিমুখ করিয়েছে। বাঁধ ভেঙেছে আনন্দ। 

সিরসার খয়েরপুরের  মঙ্গল বড় অঙ্কের টাকা জিতে কী করবেন? তাঁর প্রথম পরিকল্পনা নিজের জন্য, পরিবারের জন্য, বাড়ি বানানো। ভাড়া বাড়ি ছেড়ে উঠবেন নিজের বাড়িতে। তবে কি আচমকা লটারির টিকিট কেটেই এই বিপুল অর্থলাভ? মঙ্গল জানিয়েছেন,  এই প্রথম নয়, গত কয়েকবছর ধরেই তিনি লটারির টিকিট কাটেন। যদি ভাগ্যের চাকা ঘোরে। প্রায় পাঁচ-ছয় বছর ধরে ক্রমাগত লটারির টিকিট কাটার পর, শিকে ছিঁড়েছে মঙ্গলের ভাগ্যে।