আজকাল ওয়েবডেস্ক :   বিয়ের মণ্ডপে দাঁড়িয়ে কনের কাছে  এ কী আবদার করল বর? সকলের সামনেই  কনেকে    কু-ইঙ্গিত দিল বর।  এই দৃশ্যই ভাইরাল  হয়ে গিয়েছে নেটদুনিয়ায়। 
 বিয়েতে মাল্যদানের পর্ব চলছিল। বরের গলায় মালা দিতে যাচ্ছিল কনে। সেইসময় সরে যায় পাত্র। কনে তাঁকে মালা পরাতে চাইলেও, তা পরতে চান না বর। পরমুহূর্তেই প্রকাশ্যে  কনেকে গালে চুমু দেওয়ার ইঙ্গিত করে বর। সকলের সামনে এই কাজ করতে হবে ভেবেই  লজ্জায় লাল হয়ে যান কনে। প্রথমে ইতস্তত বোধ করলেও, বরের আবদার মেনে নেন কনে। কোনও রকমে লজ্জা কাটিয়ে সকলের সামনেই বরের গালে চুমু এঁকে দেন নববধূ। ব্যাস তাতেই খুশি বর। এগিয়ে এসে মাথা ঝুকিয়ে কনের হাতের মালা স্বীকার করে নেন বর। 

সম্প্রতি এ দৃশ্যই নজর কেড়েছে নেটপাড়ায়।  ভিডিওটিতে হু হু করে বেড়ে গিয়েছে ভিউস। এখন ২১ মিলিয়নের বেশি মানুষ ভিডিওটি দেখেছেন। বরের এই কাণ্ড দেখে এক নেটনাগরিক লিখছেন ভারি একগুয়ে স্বভাবের পাত্র।

 

?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14"> ?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Shivpujan Starboy (@shivpujan_starboii)