আজকাল ওয়েবডেস্ক: সন্ধ্যায় টেলিভিশনে কার্টুন দেখছিল বাড়ির ছোট সদস্য। আশেপাশেই বাকিরা নিজেদের কাজে মগ্ন। হঠাৎ মশার উপদ্রব। একটি মশা বারবার ঘুরে ঘুরে টেলিভিশনের স্ক্রিনের উপরে বসছিল। এরপরই বাবার কাছে নালিশ জানায় ছেলে। ইলেক্ট্রিক ব্যাট দিয়ে টেলিভিশনের উপর বসা মশা মারতে গিয়েই ঘটল বিপত্তি। ইলেক্ট্রিক ব্যাটের সংস্পর্শেই নষ্ট হল সদ্য কেনা বহুমূল্যের টেলিভিশন। 

 

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে সেই মুহূর্তের ভিডিওটি। ঘটনাটি কোথায় ঘটেছে জানা যায়নি। তবে ভিডিওতে দেখা গেছে, এক ব্যক্তি ঘরের মধ্যে ইলেক্ট্রিক ব্যাট দিয়ে মশা মারছেন। হঠাৎ টেলিভিশনের উপর বসা মশা মারতে ইলেক্ট্রিক ব্যাট দিয়ে জোরে আঘাত করেন। তাতেই টেলিভিশনের স্ক্রিনটি নষ্ট হয়ে যায়। শত চেষ্টা করেও আর টেলিভিশন চালাতে পারেননি। 

 

ওই ব্যক্তি জানিয়েছেন, দু'লক্ষ টাকা দিয়ে টেলিভিশনটি কিছুদিন আগেই কিনেছিলেন। ইলেক্ট্রিক ব্যাটের আঘাতে স্ক্রিনটি এমনভাবে নষ্ট হয়েছে, যা আর ঠিক করা যাবে না বলেই জানা গেছে। শুধুমাত্র একটি মশা মারতে গিয়ে, এমন ক্ষতির সম্মুখীন যে হতে হবে, তা যেন কল্পনাতীত। ওই ব্যক্তি জানিয়েছেন, পরেরবার মশার উপদ্রব কমানোর ব্যবস্থা করে, তারপর টেলিভিশন কিনব। 

 

ভিডিওটি ইতিমধ্যেই লক্ষাধিক মানুষ দেখেছেন। সামান্য সতর্কতার অভাবে কত বড় ক্ষতি যে হতে পারে, সেই কথাই লিখেছেন নেটিজেনরা।