আজকাল ওয়েবডেস্ক: স্ত্রীকে লুকিয়ে নানা অছিলায় ব্যাঙ্কক ঘুরতে গিয়েছিলেন এক ব্যক্তি। স্ত্রী সেই ব্যাপারে যেন কোনও ভাবেই জানতে পারে তাই ব্যাঙ্কক থেকে ফেরার পথে ওই ব্যক্তি এমন এক কাণ্ড ঘটিয়ে বসলেন যা দেখে সকলেই হতবাক।
টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, সোমবার মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে পুনের এক ৫১ বছর বয়সী ব্যক্তিকে অভিবাসন কর্তৃপক্ষ আটক করেছে। অভিযোগ, তাঁর পাসপোর্টের কয়েকটি পৃষ্ঠা নেই। প্রশ্ন করতেই তিনি জানান, স্ত্রী এবং পরিবারের কাছ থেকে ব্যাঙ্কক ভ্রমণ লুকনোর জন্য পাসপোর্টের পৃষ্ঠা ছিঁড়ে ফেলেছেন।
প্রতিবেদন অনুযায়ী, ইন্দোনেশিয়ায় এক সপ্তাহ ছুটি কাটিয়ে ফিরে আসার পর মুম্বই আন্তর্জাতিক বিমানবন্দরে ওই ব্যক্তি তাঁর পাসপোর্টের পাতা ছিঁড়ে ফেলেন বলে অভিযোগ।
সাহার পুলিশের তদন্তের উদ্ধৃতি দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালে ব্যাঙ্ককে চারবার ভ্রমণ করেছিলেন ভি কে ভালেরাও নামে ওই ব্যক্তি। পুলিশ জানিয়েছে, পরিবারের কাছ ভ্রমণের প্রমাণ লুকনোর জন্য তিনি এই কাজটি করেছিলেন। তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। ভারতীয় ন্যায় সংহিতা (বিএনএস)-এর ধারা ৩১৮(৪) অনুযায়ী তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
নিয়মিত তল্লাশির সময় অভিবাসন কর্মকর্তারা যখন দেখতে পান যে, ভালেরাওর পাসপোর্টে কিছু পৃষ্ঠা নেই। তখনই তাকে গ্রেপ্তার করা হয়।
২০২৪ সালেও এক ছাত্রকে পাসপোর্টের চারটি পাতা ছিড়ে ফেলার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছিল। তাঁর বিরুদ্ধে অভিযোগ ছিল, থাইল্যান্ড থেকে কনসার্ট দেখে ফেরার সময় পাসপোর্টের চারটি পাতা ছিঁড়ে ফেলেছিলেন ওই যুবক।
১৯৬৭ সালের পাসপোর্ট আইন অনুযায়ী, পাসপোর্টের পাতায় কোনও পরিবর্তন বা পরিবর্তনের চেষ্টা করা গুরুতর অপরাধ। ব্যক্তিগতভাবে বা অন্য কারও মাধ্যমে, যথাযথ অনুমোদন ছাড়াই পাসপোর্টে কোনও পরিবর্তন করলে তা দণ্ডনীয়। আইন লঙ্ঘনকারীর দুই বছর পর্যন্ত জেল এবং পাঁচ হাজার টাকা জরিমানা, অথবা উভয় দণ্ডই হতে পারে।
