আজকাল ওয়েবডেস্ক: হোটেলের বাথরুমে প্রস্রাব করতে গিয়েই জ্ঞান হারালেন এক যুবক। কমোডের কাছে দাঁড়াই ফোঁস ফোঁস শব্দ শুনতে পেয়েছিলেন। কয়েক সেকেন্ড পরেই ঘটল বিপত্তি।‌ কমোডে উঁকি দিতেই দেখেন, তার ভিতরেই রয়েছে লম্বা, বিষধর কোবরা সাপ! বাথরুমের দরজা বন্ধ করে, কমোডের মধ্যে কোবরা দেখেই মূর্ছা যান তিনি। 

 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে রাজস্থানে। সূত্রের খবর, রাজস্থানের আজমেরের পুষ্করের এক হোটেলে ঘটনাটি ঘটেছে। হাড়হিম অভিজ্ঞতার সম্মুখীন হন এক পর্যটক। সেই মুহূর্তের ভিডিওটিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়াতেও। ওই এলাকায় এক হোটেলের বাথরুমের কমোডে পাঁচ ফুট লম্বা বিষধর কোবরা দেখা গেছে। ঘটনাটি জানাজানি হতেই রাজস্থানের কোবরা টিমকে খবর দেয় হোটেল কর্তৃপক্ষ। অবশেষে সাপটি উদ্ধার করা গেছে। 

 

?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14"> ?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by ???????????? '????????????' ???????????????? (@theaxedrop)