আজকাল ওয়েবডেস্ক: বাড়ির কাছেও নিরাপদ নয় চার বছরের শিশু। খেলতে গিয়ে প্রতিবেশী যুবকের যৌন লালসার শিকার সে। ধর্ষণের বিষয়টি টের পেতেই থানায় অভিযোগ দায়ের করেছে পরিবার। কয়েক ঘণ্টার মধ্যেই অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। 

 

ভয়াবহ ঘটনাটি ঘটেছে গোয়াতে। ৯ সেপ্টেম্বর, সোমবার ধর্ষণের শিকার হয় চার বছরের ওই শিশুটি। পুলিশ সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে নর্থ গোয়াতে। নির্যাতিতা এবং অভিযুক্ত যুবক দুজনেই নর্থ গোয়ার একই গ্রামের বাসিন্দা। প্রতিবেশী হওয়ায় অভিযুক্ত যুবককে বিশ্বাস করতেন নির্যাতিতার বাবা, মা। প্রায়শই তাঁদের চোখের সামনেই শিশুর সঙ্গে খেলাধুলা করত অভিযুক্ত। বিশ্বাসের ফলাফল এমনটা হবেন, সেটা তাঁরা কল্পনা করতে পারেননি। 

 

ঘটনার দিন বাড়িতেই ছিলেন শিশুর বাবা, মা। খানিকটা দূরে একটি শেডের তলায় যুবক তার সঙ্গে খেলাধুলা করছিল। সেই সময়েই নির্জন একটি জায়গায় সরিয়ে নিয়ে গিয়ে তাকে ধর্ষণ করে। শিশুটি কান্নাকাটি করে সবটা বলতেই জানতে পারে পরিবার। 

 

চার বছরের শিশুকে নিয়েই থানায় অভিযোগ জানায় পরিবার। অভিযুক্ত যুবকের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা রুজু করেছে পুলিশ। পাশাপাশি পকসো ধারাতেও মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদিকে শিশুটির মেডিক্যাল টেস্ট করা হবে শীঘ্রই। ঘটনার তদন্ত জারি রেখেছে পুলিশ।