আজকাল ওয়েবডেস্ক: পেশায় প্রোডাক্ট ডিজাইনার, কর্মক্ষেত্রে প্রথম দিনেই, ছাড়লেন চাকরি। তাঁর ইস্তফাপত্র এখন ভাইরাল সমজমাধ্যমে। কেন প্রথম দিনেই চাকরি ছাড়লেন ওই কর্মী? কারণ হিসেবে জানিয়েছেন কাজের পরিবেশ এবং ম্যানেজারের আচরণ মূল কথা। তিনি সমাজমাধ্যমে নিজের ইস্তফাপত্র পোস্ট করেছেন।

 

তিনি জানিয়েছেন, 'রিপোর্ট ওয়ার্ক ' সুবিধার জন্য তুলনায় কম বেতনে তিনি চাকরিতে রাজি হয়েছিলেন। তারপরেও তাঁর উর্দ্ধতন কর্তৃপক্ষ তাঁর উপর অত্যধিক কাজের চাপ দেন বলে অভিযোগ। যদিও ম্যানেজার বলেছেন,ওই কর্মী কোনও অতিরিক্ত পারিশ্রমিক ছাড়াই ওভারটাইম করতে রাজি হয়েছিলেন। 

 

ওই কর্মী ৭ অক্টোবর চাকরিতে যোগ দেন। অভিযোগ, ৯ ঘণ্টার পরিবর্তে ১২-১৪ ঘণ্টার কাজের চাপ দেন ম্যানেজার। শুধু তাই নয়, ব্যক্তিগত সময়, তাতে কর্মী কী কাজ করেন, তা নিয়েও কটাক্ষ করতেন ম্যানেজার। পদত্যাগ পত্রে কর্মী লিখেছেন, তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে ম্যানেজার কটাক্ষ করেছেন তাঁকে। পরিস্থিতি দেখেই তিনি চাকরি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন।