আজকাল ওয়েবডেস্ক: শনিবার উত্তর প্রদেশের মাহোবা জেলায় গুলিবর্ষণে দুই মহিলা আহত হন। কুঁড়া পূজার এক ঐতিহ্যবাহী অনুষ্ঠানে এই ঘটনা ঘটে৷ 'গোলি চল জাভেগি' গানের তালে তালে ঘটনাটি ক্যামেরায় ধরা পড়ে। সোশ্যাল মিডিয়ায় ভিডিও ভাইরাল হতেই উত্তাল নেটপাড়া৷ 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, মধ্যরাতে কাল্লু আহিরওয়ারের বাড়িতে কিছু লোক নৃত্যশিল্পী নৃত্য পরিবেশনা করছিলেন। এমন সময়ে ভিড়ের মধ্যে থেকে অমিত আহিরওয়ার নামে এক যুবক একটি অবৈধ দেশীয় পিস্তল বের করে বাতাসে গুলি চালায়। গুলিটি রাধা এবং রমা নামে দুই মহিলার পায়ে লাগে। ঘটনার জেরে গুরুতর আহত হয়েছেন তাঁরা। আহতদের সাহায্য করার জন্য লোকজন ছুটে এলে উৎসব মুহুর্তের মধ্যে আতঙ্কে পরিণত হয়। আহতদের তৎক্ষণা মধ্যপ্রদেশের নওগং হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে আরও চিকিৎসার জন্য ছত্রপুরে রেফার করা হয়।

গুলি চালানোর ভিডিওতে বিশৃঙ্খলার মুহূর্ত দেখা গিয়েছে। সোশ্যাল মিডিয়ায় মন্তব্যের ঝড়। জনসাধারণের অনুষ্ঠানে আগ্নেয়াস্ত্রের অপব্যবহারের বিরুদ্ধে ক্ষোভের সৃষ্টি করেছে।এক ভুক্তভোগীর বাবার অভিযোগ পাওয়ার পর পুলিশ অমিত আহিরওয়ারের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। অভিযুক্ত বর্তমানে পলাতক। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। বর্তমানে জনসাধারণের অনুষ্ঠানে গুলি চালানোর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে, এমনটাই আশ্বাস দিয়েছে পুলিশ৷