আজকাল ওয়েবডেস্ক: শ্যালকের বিয়ে, দেদার খাটছেন জামাইবাবু। সেই বিয়েতে শুভ হবে বলে নিজের স্ত্রী ও শাশুড়িকে নগ্ন করে বেশ কয়েকটি রীতি পালনে বাধ্য করেন জামাই। এমনকি সেইসব অনুষ্ঠানের ছবিও তুলেছিলেন। এরপরই ৩০ বচরের ওই গুণধর, স্ত্রী ও শাশুড়ির ছবি সমাজমাধ্যমে ছড়িয়ে দেয় বলে অভিযোগ। ৩রা জুলাই নির্দিষ্ট অভিযোগ দায়ের হয়েছে থানায়। তবে, অভিযুক্তকে এখনও ধরতে পারেনি পুলিশ।
পুলিশ জানিয়েছে যে, অভিযুক্তের নভি মুম্বাইয়ের বাড়িতে এই বছরের এপ্রিল থেকে জুলাইয়ের মধ্যে এই নক্কারজনক ঘটনাগুলি ঘটিয়েছে। 
 
 অভিযুক্তের বাড়ি উত্তরপ্রদেশের দেবরিয়ায়। 
একজন পুলিশ আধিকারিক জানিয়েছেন, গত ১৫ এপ্রিল অভিযুক্ত তাঁর স্ত্রী এবং শাশুড়িকে শ্যালকের বিয়েতে সাহায্য করার জন্য পোশাক ছাড়াই কিছু অনুষ্ঠান করতে বাধ্য করেছিলেন। তিনি বলেন, "সে তাঁদের নগ্ন ছবি তুলতে বাধ্য করেছিল এবং পরবর্তীতে তাঁকে (অভিযোগকারীকে) এই ছবিগুলি নিয়ে আজমিরে আসতে বলেছিল। প্রতারিতরা সেইসব ছবিগুলি নিয়ে আজমিরে যাওয়ার পর, অভিযুক্ত ব্যক্তি তাঁর বাবা এবং ভাইয়ের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে এই ছবিগুলি পোস্ট করে বলে অভিযোগ।"
পুলিশ অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা (বিএনএস)-র ধারা ৩৫১(২) (অপরাধমূলক ভয় দেখানো), ৩৫২ (শান্তি ভঙ্গের উদ্দেশ্যে ইচ্ছাকৃতভাবে অপমান করা) এবং তথ্য প্রযুক্তি আইনের প্রাসঙ্গিক ধারা এবং মহারাষ্ট্র মানব বলিদান এবং অন্যান্য অমানবিক, মন্দ এবং অঘোরি অনুশীলন এবং কালো জাদু প্রতিরোধ ও নির্মূল আইন, ২০১৩ এর অধীনে মামলা করেছে।
