আজকাল ওয়েবডেস্ক: ইন্ডিগোর একটি বিমানে সম্প্রতি এক ব্যক্তির লাইফ জ্যাকেট চুরি করার ভিডিও ভাইরাল৷ জনৈক যাত্রী তার সহযাত্রীর ব্যাগপ্যাক খুলেছিল। তার মধ্যে একটি লাইফ জ্যাকেট দেখতে পায়৷ লোভ সম্বরন করতে না পেরে জ্যাকেটটি সে চুরি করে। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও শেয়ার হতেই চাঞ্চল্য।
অপর এক যাত্রী চুরির ঘটনাটা ভিডিও করছিলেন। তিনি লোকটির ক্রিয়াকলাপে বিরক্তি প্রকাশ করেন। তাকে বাধাও দেন। ' আমি অনেক্ষণ থেকে ব্যাপারটা লক্ষ্য করছি। আপনি এটা কী করছেন? আপনি তো অন্যায় করছেন। লাইফ জ্যাকেট যাত্রী সুরক্ষার জন্য প্রয়োজনীয়। আপনি সেটাই চুরি করছেন?', তিনি বলেন। অন্যান্য যাত্রীদেরও বিষয়টি নজরে আসে৷
ভিডিওটি প্রকাশ হতেই ভাইরাল হয়েছে। নানা রকম মন্তব্য উঠে এসেছে নেটিজেনদের থেকে। সরস মন্তব্যের পাশাপাশি গম্ভীর পরামর্শ পর্যন্ত ছড়িয়ে পড়েছে। কিন্তু সবকিছুর উর্দ্ধে ইন্ডিগোর সুরক্ষা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে।
