আজকাল ওয়েবডেস্ক:‌ বিমানে মহিলা সহযাত্রীকে যৌন হেনস্থার অভিযোগ। পাকড়াও এক যাত্রী। ঘটনাটি ঘটেছে দিল্লি–চেন্নাই ইন্ডিগোর বিমানে।


অভিযুক্তের নাম রাজেশ শর্মা (‌৪৫)‌। পেশায় পাথর ব্যবসায়ী। ঘটনাটি ঘটে ৯ অক্টোবর। চেন্নাই বিমানবন্দরে অবতরণ করতেই গ্রেপ্তার করা হয় ওই ব্যক্তিকে। 


ঘটনাটা ঠিক কী ঘটেছিল?‌ অভিযোগ, বিমানে ওই মহিলার ঠিক পিছনের আসনেই বসেছিলেন অভিযুক্ত। মহিলার অভিযোগ, বিমানে বারবার মহিলার গোপন জায়গায় স্পর্শ করার চেষ্টা করছিলেন অভিযুক্ত। বিমানেই প্রাথমিক অভিযোগ জানান ওই মহিলা। এরপর চেন্নাই বিমানবন্দরে বিমান অবতরণ করতেই স্থানীয় থানার তরফে গ্রেপ্তার করা হয় অভিযুক্তকে। গোটা ঘটনার তদন্ত চলছে। তবে ইন্ডিগো কর্তৃপক্ষ এই ঘটনায় কোনও বিবৃতি জারি করেনি।