আজকাল ওয়েবডেস্ক: ধর্ষণে অভিযুক্ত ব্যক্তি বেকসুর খালাস। কারণ, সে রাজি হয়েছে নির্যাতিতাকে বিয়ে করায়। মঙ্গলবার এলাহবাদ হাই কোর্টে এই মামলার শুনানি ছিল বলে খবর সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে।

 জানা গিয়েছে, ওই ব্যক্তির বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে নাবালিকাকে ধর্ষণের অভিযোগ আনা হয়েছিল। ওই নাবালিকা গর্ভবতী হয় । মঙ্গলবার এলাহবাদ হাই কোর্টে এই মামলার শুনানি ছিল। বিচারপতি কৃষাণ পাহালের নির্দেশে অভিযুক্ত প্রতিশ্রুতিবদ্ধ হয়, সে ওই নাবালিকাকে বিয়ে করবে, তার সন্তানের দায়িত্বভার গ্রহণ করবে। একই সঙ্গে আদালত নির্দেশ দিয়েছে, ওই শিশুর নামে ২ লক্ষ টাকার ফিক্সড ডিপোজিট করতে হবে অভিযুক্তকে। জেল থেকে মুক্তি পাওয়ার ছয় মাসের ওই পরিমাণ টাকার ফিক্সড ডিপোজিট করতে হবে।

 

ওই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ, সে ১৫ বছর বয়সী এক নাবালিকার বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্ক তৈরি করেছিল। ওই নাবালিকা গর্ভবতী হয়ে পড়লে অভিযুক্ত বিয়েতে অসম্মত হয়। পরবর্তীকালে তাকে লাগাতার হুমকিও দেয় ব্যক্তি, অভিযোগ তেমনটাই।

 নাবালিকার পরিবার সাহারানপুর জেলার চিলকানা থানায় ভারতীয় দণ্ডবিধি এবং পকসো আইনের অধীনে ব্যক্তির বিরুদ্ধে ধর্ষণের মামলা দায়ের করে। বিচার চলার সময়েই, অভিযুক্ত ওই নাবালিকাকে বিয়ে করতে রাজি হয়।