আজকাল ওয়েবডেস্ক : আগামী সপ্তাহে ফের একবার মুখমন্ত্রী হিসাবে শপথ নিতে চলেছেন হেমন্ত সোরেন। এই উপলক্ষে বাংলার মুখমন্ত্রী মমতা ব্যানার্জিকে আমন্ত্রণ করলেন ঝাড়খণ্ডের ভাবী মুখমন্ত্রী। এটা সকলের জানা হেমন্ত সোরেন- এর সঙ্গে মমতা ব্যানার্জির সম্পর্ক বেশ ভাল। তবে সেদিন তিনি যেতে পারবেন না বলেই জানিয়েছেন মুখমন্ত্রী মমতা ব্যানার্জি। 

 

প্রসঙ্গত সেদিন বাণিজ্য সম্মেলনের জন্য বৈঠক রয়েছে তার। পাশাপাশি বিধানসভাতেও তিনি যোগ দেবেন বলেই খবর। তবে যেতে না পারলেও হেমন্ত সোরেনকে তার শুভেচ্ছা জানিয়েছেন মুখমন্ত্রী মমতা ব্যানার্জি।

 

দ্বিতীয়বার ঝাড়খণ্ডের তখতে বসতে চলেছে হেমন্ত সোরেনের সরকার। জেল থেকে বেরিয়ে আসার পর এটাই হেমন্ত সোরেনের ‘দ্বিতীয় কামব্যাক’। ৪৯ বছর বয়সী হেমন্ত সোরেন বারহাইত কেন্দ্র থেকে জয়লাভ করেন। এর আগে, তিনি এক মামলায় ইডির হাতে গ্রেফতার হন। সেই সময় ঝাড়খণ্ডের রাজনীতিতে বেশ কিছুটা দোলাচল দেখা যায়। সেই সময় দলের হাত ধরেন হেমন্ত পত্নী কল্পনা। 

 

জেল থেকে ফিরে ফের একবার ঝাড়খণ্ডের রাজনীতিতে দাপট দেখা যায় হেমন্তের। জেএমএমের বিজয়কে হেমন্ত সোরেনের নেতৃত্বের প্রতি আদিবাসী ভোটের আনুগত্যে হিসাবে দেখা হচ্ছে।

 

এবারের ভোটে বাহারাইত কেন্দ্রে বিজেপির গামলিয়েল হেমব্রমকে ৩৯,৭৯১ ভোটে হারিয়ে দেন জেএমএমর হেমন্ত সোরেন। শিবু সোরেনের পুত্র হেমন্ত সোরেন এবার ঝাড়খণ্ডের তখতে বসতে চলেছেন।

 

ভোটের কিছুদিন আগে তাকে নিয়ে অনেক ধরণের সমালোচনা হয়েছিল। চম্পাই সোরেন তার দল থেকে সরে গিয়ে বিজেপিতে গিয়ে নাম লেখান। কিন্তু এত সব করেও হেমন্ত সোরেন নিজের খেলা দেখিয়ে দিয়েছেন। ফের একবার মুখমন্ত্রী হিসাবে ঝাড়খণ্ডের দায়িত্ব নেবেন শিবু সোরেন পুত্র। জেএমএমর নেতৃত্বাধীন জোট ঝাড়খণ্ডের ৮১ টি আসনের মধ্যে ৫৬ টিতে জয়লাভ করে সরকার গঠন করতে চলেছে।