আজকাল ওয়েবডেস্ক: কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে একটি চিঠিতে জাতিগত জনগণনা নিয়ে জরুরি আলোচনা এবং তেলেঙ্গানার আদলে সমীক্ষা পরিচালনার পরামর্শ দিয়েছেন। একইসঙ্গে তিনি সংবিধান সংশোধনের মাধ্যমে ৫০% সংরক্ষণের ঊর্ধ্বসীমা তুলে দেওয়ার আহ্বান জানান। 

 

চিঠিতে খাড়গে বলেন, "জাতিগত জনগণনার মাধ্যমে পিছিয়ে পড়া, দলিত ও প্রান্তিক জনগণের অধিকার প্রতিষ্ঠা হবে—এটিকে বিভাজনের হাতিয়ার ভাবা উচিত নয়।" তিনি আরও বলেন, জাতিগত তথ্য সংগ্রহ শুধুমাত্র সংখ্যা নির্ধারণের জন্য নয়, বরং বৃহত্তর সামাজিক ও অর্থনৈতিক ন্যায়বিচারের লক্ষ্যে হওয়া উচিত।

তিনি বলেন, ২০০৬ সালে সংবিধানে সংযোজিত ধারা ১৫(৫) অনুযায়ী বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে সংরক্ষণের বিধান থাকা সত্ত্বেও তা এখনও কার্যকর হয়নি। তিনি অবিলম্বে এই ধারা কার্যকর করার দাবি জানান।

বিহার, তেলেঙ্গানা ও কর্ণাটকের মতো কয়েকটি রাজ্য ইতিমধ্যেই নিজস্বভাবে জাতিগত সমীক্ষা চালিয়েছে। কংগ্রেস এই বিষয়ে সর্বভারতীয় স্তরে একটি সুনির্দিষ্ট কর্মপরিকল্পনার দাবি জানিয়ে আসছে।

?ref_src=twsrc%5Etfw">May 6, 2025