আজকাল ওয়েবডেস্ক: মহারাষ্ট্রে ফের স্কুলের মধ্যে যৌন নির্যাতনের শিকার একাধিক ছাত্রী। থানের পর এবার আকোলা জেলায় এক সরকারি স্কুলের মধ্যে এই ভয়াবহ ঘটনার অভিযোগ তুলেছে অষ্টম শ্রেণির ছয়জন ছাত্রী। এফআইআরের ভিত্তিতে ৪৭ বছর বয়সি শিক্ষককে ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে পুলিশ। 

 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ছাত্রীদের অভিযোগ, ওই শিক্ষক স্কুলের মধ্যেই নীল ছবি দেখাত। প্রায়ই অশ্লীল ভিডিও দেখিয়ে যৌন নির্যাতন করত। লাগাতার চারমাস শিক্ষক যৌন নির্যাতন করেছে বলে অভিযোগ। ছয়জন ছাত্রীর মধ্যে একজন চাইল্ড ওয়েলফেয়ার সেন্টারে ফোন করে প্রথমে অভিযোগ জানায়। 

 

ছাত্রীর অভিযোগ শুনেই মঙ্গলবার ওই স্কুলে পৌঁছন আধিকারিকরা। শিক্ষকের বিরুদ্ধে সমস্ত অভিযোগ শোনার পর তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়। ছাত্রীদের জিজ্ঞাসাবাদ করে তদন্ত জারি রেখেছে পুলিশ। 

 

প্রসঙ্গত, চলতি সপ্তাহেই থানের বদলাপুরে দুইজন নার্সারি পড়ুয়াকে স্কুলের মধ্যে যৌন নির্যাতন করে এক সাফাইকর্মী। অভিযোগের ভিত্তিতে সাফাইকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু তারপরেও ক্ষোভের আগুনে জ্বলছে বদলাপুর।