আজকাল ওয়েবডেস্ক: মঙ্গলবার দেশজুড়ে পালিত হচ্ছে মকর সংক্রান্তি। আর এই পুণ্যতিথিতে বিপুল জনসমাগম প্রয়াগরাজে মহাকুম্ভ মেলায়। পরিসংখ্যান বলছে, পুণ্যতিথির প্রথম দিনেই মেলা চত্বরে সমবেত হয়েছেন প্রায় ১.৬ কোটি ভক্ত। ড্রোন ক্যামেরায় ফুটে উঠেছে অপূর্ব দৃশ্য। নাথযোগী সাধু, নাগা বাবা সহ বিশ্বজুড়ে বিভিন্ন ধর্মগুরুরা এই কুম্ভমেলায় অংশ নিলে সকলের নজর কেড়ে নিয়েছেন আইআইটি বাবা’। জানা গিয়েছে, আইআইটি বাবা বর্তমানে মসানি গোরথ নামে পরিচিত। তবে তাঁর আসল নাম অভয় সিং। চলতি মহাকুম্ভ মেলায় সকলের মন জয় করে নিয়েছেন তিনি। এক ঝলকে দেখলে তাঁকে বুদ্ধিদীপ্ত তরুণ ভেবে নিলেও ভুল হবে না।

 

ঝকঝকে চোখ, মুখে একগাল হাসি নিয়ে আইআইটি বাবা জানান, তিনি মুম্বইয়ের ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি (আইআইটি বম্বে) থেকে এরোস্পেস ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করেছেন। কিন্তু পড়াশোনা করতে করতেই আধ্যাত্মিকতার টানে বিজ্ঞান-প্রযুক্তির জগৎ ছেড়ে তিনি সন্ন্যাসী হন। অভয় সিং নাম পরিবর্তন করে রাখেন মসানি গোরখ। নিজের জীবন উৎসর্গ করেন ভগবান শিবের উপাসনায়। তবে শুধু মসানি নয়, রাঘব, জগদীশ নামেও তাঁকে চেনে অনেকেই। আদতে হরিয়ানার বাসিন্দা আইআইটি বাবা বম্বে আইআইটিতে চার বছর ধরে পড়াশোনা করেন। পরবর্তীতে কেরিয়ার গড়েন আর্টসেও।

 

ডিজাইনের বিষয়ে মাস্টার্স সম্পন্ন করে পড়াশোনা করেন ফটোগ্রাফি নিয়ে। এমনকি, শিক্ষকতা করেছেন পদার্থবিদ্যা বিষয়েও। তবে সন্ন্যাস নেওয়ার আগেও জীবনের মর্ম বুঝতে আইআইটি বাবা পোস্ট-মডার্নিজম, সক্রেটিস এবং প্লেটোর দার্শনিক বিষয়গুলি নিয়ে দীর্ঘ চর্চা করেন। বর্তমানে মকর সংক্রান্তির পুণ্যতিথিতে তিনি রয়েছেন মহাকুম্ভ মেলায়। সেখানে বহু ভক্তের সঙ্গে কথা বলেছেন তিনি। ইতিমধ্যেই, তাঁর একাধিক বক্তব্য ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। বিশেষত, ভক্তদের তিনি বার্তা দিয়েছেন টাকার পিছনে না ছুটে জ্ঞানের পিছনে ছুটতে।