আজকাল ওয়েবডেস্ক: মহাকুম্ভে মানুষ শুধু স্নান করতেই যায় না। তারা মনের শান্তির জন্যেও সেখানে গিয়ে থাকে। এবারের মহাকুম্ভে নানা ধরণের ঘটনার সাক্ষী থেকেছে সকলে। সেই তালিকায় যুক্ত হয়ে গেল আরও একটি কাহিনী।


গোটা সামাজিক মাধ্যমের মন কেড়ে নিল একটি ভিডিও। সেখানে দেখা গিয়েছে মহাকুম্ভ মেলা থেকে দমকল কর্মী দেখা পেলেন তার হারিয়ে যাওয়া বন্ধুকে। তাও আবার ৩৭ বছর পর। এই ভিডিও শেয়ার হতেই সকলে নিজের মতামত দিতে শুরু করেছে। 


দুই পুরনো বন্ধু সঞ্জীব কুমার সিং এবং রেশমী গুপ্তার এই মিলন দেখে সকলেই আহ্লাদিত। তারা ১৯৮৮ সালে একই ব্যাচে পড়াশোনা করেছিল। তবে কলেজ ছাড়ার পর তাদের আর দেখা হয়নি। সঞ্জীব কুমার সিং বর্তমানে একজন দমকল কর্মী। অন্যদিকে রেশমী গুপ্তা এখন কলেজের প্রফেসর। রেশমী লখনউতে থাকেন।  তবে যেভাবে তাদের দেখা হয়েছে তাতে তারা দুজনেই খুশি। বিশ্বের বৃহত্তম মেলায় এই দুই বন্ধুর মিলন সকলকে অবাক করেছে। তারা দুজনেই একে অপরের পরিচয় দিয়ে একটি ভিডিও শেয়ার করেছে যা সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে।

 

?ref_src=twsrc%5Etfw">February 26, 2025

 


একটা সময় ছিল যখন সকলে মজা করে বলত কুম্ভমেলায় গিয়ে মানুষ হারিয়ে যায়। সেইমতো বহু সিনেমার ডায়লগও লেখা হয়েছে। তবে এবার একেবারে বিপরীত চিত্র ধরা পড়ল। কুম্ভমেলা মানুষকে হারিয়ে দেয় না তাকে ফিরিয়ে দেয়। ইতিমধ্যেই এই ভিডিওটি ৪.২ মিলিয়ন ভিউ হয়েছে। দ্রুত সেই ভিউয়ের সংখ্যা বাড়ছে। একজন লিখেছেন, কেউ জানে না জীবন কতটা অনিশ্চিত। কোথায় যে কখন কার সঙ্গে দেখা হয়ে যাবে সেটা কেউ বলতে পারে না। একেই হয়তো বলে সত্যিকারের বন্ধুত্ব। 


একজন লিখেছেন, একেই বলে আসল রিইউনিয়ন। এর থেকে ভাল আর কী হতে পারে। অন্যজন লিখেছেন, মহাকুম্ভ মানুষের মনকে শান্তি দেয় তাই নয়, তাদেরকে মিলিয়ে দিতেও সহায়তা করে। এই ঘটনা সেটাই ফের একবার প্রমাণ করল।