আজকাল ওয়েবডেস্ক:  শেষ হল মহাকুম্ভ মেলা। এবারের মেলায় ৬৫০ মিলিয়ন ভক্ত এসে নিজেদের স্নান সেরেছেন। নিজেরা ডুব দিয়েছেন পবিত্র জলে। তবে অবাক করা বিষয় হল এবারের মহাকুম্ভ মেলায় ৩ মিলিয়ন বিদেশী ভক্তদেরও দেখা মিলেছিল। তারাও এবারের মহাকুম্ভ মেলা থেকে অসাধারণ অভিজ্ঞতা নিয়ে নিজেদের দেশে ফিরে গেলেন।


মহাকুম্ভ মেলা থেকে বিদেশী ভক্তরা ভারত এবং ভারতীয়দের সংস্কৃতি নিয়ে বিরাট অভিজ্ঞতা সংগ্রহ করে গেলেন। মেক্সিকো শহর থেকে আসা এক ভক্ত জানান, এভাবে সকলকে এক হতে দেখে তারা অবাক হয়েছেন। এই অভিজ্ঞতা তিনি নিজের দেশে গিয়ে সকলকে জানাবেন। যেভাবে তাদেরকে নজরে রাখা হয়েছে তার বিরাট প্রশংসা শোনা গেল এই বিদেশী ভক্তের মুখে।


ভারতীয়রা যে পোশাক গায়ে দিয়ে মহাকুম্ভ থেকে স্নান করে ফিরেছেন ঠিক একই পোশাক গায়ে দিয়েই বিদেশী ভক্তরাও এবারের মহাকুম্ভ মেলার অন্যতম আকর্ষণ ছিল। ১৩ জানুয়ারি থেকে শুরু হওয়া মহাকুম্ভ মেলা ত্রিবেণী সঙ্গমে হয়। সেখানে একযোগে গঙ্গা, যমুনা, সরস্বতী মিলন হয়েছে। যেসব বিদেশী ভক্তরা ভারতের মাটিতে প্রথমবার এসেছেন তারা এত মানুষের মিলন দেখা একেবারে অবাক হয়েছেন। 

 


মার্কিন যুক্তরাষ্ট্র, কলম্বিয়া, চিলি এবং ইটালি থেকে আসা ভক্তরা মনে করছেন ভারতের মাটিতে এই ধরণের সমাগম দেখা তাদের কাছে ভাগ্যের বিষয়। বিদেশী বলে কাউকে ফেলে দেওয়া হয়নি। তাদেরকেও সমানভাবে কাছে টেনে নিয়েছে এই ভারতীয়রা। যেভাবে ভারতীয়দের ভালবাসা সকলকে বিশ্বের বাজারে এতদিন শোনা গিয়েছিল। তার নিজের চোখে দেখার কাজটি এবার করা হল।

 


নিরাপত্তার দিকটি নিয়েও এদিন প্রশংসা করেন বিদেশী ভক্তরা। তারা মনে করেন যেভাবে এত কোটি মানুষকে এত সহজে একটি নিয়ম করে সকলকে সুবিধা করে দেওয়া হয়েছে তাতে কারও কোনও অসুবিধা হয়নি। এখানকার সঙ্গমে স্নান সেরে তারাও মানসিক শান্তি পেয়েছেন বলে দাবি করেছেন এই বিদেশী ভক্তরা। মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত জানিয়েছেন, বিদশী ভক্তদের জন্য পৃথক ব্যবস্থা করা হয়েছিল। তারা এখানে স্নান সেরে নিরাপদে নিজের দেশে ফিরে গিয়েছেন। সেই কাজকে শেষ করতে পেরে খুশি যোগী সরকার।