আজকাল ওয়েবডেস্ক: মাদ্রাজ হাইকোর্ট বুধবার তামিলনাড়ুর জলসম্পদ মন্ত্রী ও ডিএমকে-র সাধারণ সম্পাদক দুরাই মুরুগন এবং তাঁর পরিবারের বিরুদ্ধে সম্পত্তি কেলেঙ্কারিতে চার্জ গঠনের নির্দেশ দিয়েছে।

বিচারপতি পি ভেলমুরুগন এই নির্দেশ দেন, দুর্নীতি দমন ও তদারকি দপ্তরের (DVAC) দায়ের করা রিভিশন পিটিশন মঞ্জুর করে।

এই মামলা ১৯৯৬-২০০১ সময়কালের, যখন দুরাই মুরুগন জনকল্যাণ দফতরের মন্ত্রী ছিলেন। অভিযোগ, তিনি ও তাঁর আত্মীয়স্বজন প্রায় ৩.৯২ কোটি টাকার সম্পত্তি গোপনে অর্জন করেন, যা তাঁদের ঘোষিত আয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

২০০৭ সালে ভেলোরের এক বিশেষ আদালত দুরাই মুরুগন, তাঁর স্ত্রী, ভাই, পুত্র ও পুত্রবধূকে মামলা থেকে অব্যাহতি দেয়। তবে DVAC ২০১২ সালে রিভিশন পিটিশন দাখিল করে।

এখন হাইকোর্ট সেই অব্যাহতির আদেশ বাতিল করে, ছয় মাসের মধ্যে বিচার শেষ করতে নির্দেশ দিয়েছে এবং প্রতিদিন শুনানি চালাতে বলেছে।