আজকাল ওয়েবডেস্ক: জাম খাওয়ানোর লোভ দেখিয়েছিল দাদা। জঙ্গলে গিয়ে গাছ থেকে জাম পেড়ে খাওয়ার পরিকল্পনা ছিল। মা-বাবা অনুমতিও দেন। সেই জাম খেতে গিয়েই ভয়ঙ্কর পরিণতি চার বছরের শিশুকন্যার। জঙ্গলের মধ্যে তাকে ধর্ষণ করল দাদা।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশে। মঙ্গলবার পুলিশ জানিয়েছে, সাতনা জেলায় ১৮ বছরের এক কিশোরের বিরুদ্ধে চার বছরের তুতো বোনকে ধর্ষণের অভিযোগ রয়েছে। উচেহারা থানা থেকে কয়েক কিলোমিটার দূরে একটি গ্রামেই সোমবার ঘটনাটি ঘটেছে।
জানা গেছে, সেদিন তুতো বোনকে জাম খাওয়ানোর লোভ দেখিয়েছিল কিশোর। বাড়িতে অনুমতি নিয়ে একসঙ্গেই বেরিয়েছিল। এরপর রেললাইন ধরে খানিকটা হেঁটে নির্জন এলাকায় পৌঁছয়। সেখানে ঝোঁপের আড়ালে তুতো বোনকে ধর্ষণ করে। তারপর পালিয়ে বাড়িতে ফিরে আসে।
সেই জঙ্গল থেকে বিকেলবেলায় কয়েকজন মহিলা গ্রামে ফিরছিলেন। ফেরার পথে শিশুকন্যার কান্নার আওয়াজ শুনতে পান। তড়িঘড়ি তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যান তাঁরা। কাঁদতে কাঁদতে নির্যাতিতা জানায়, দাদা জাম খাওয়াতে গিয়ে ধর্ষণ করেছে তাকে। এরপর তাকে ফেলে রেখে পালিয়ে যায়।
আশঙ্কাজনক অবস্থায় নির্যাতিতাকে তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করে পরিবার। থানায় কিশোরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। তার বিরুদ্ধে মামলা রুজু করে তদন্ত চালাচ্ছে পুলিশ। নির্যাতিতার বয়ান রেকর্ড করা হয়েছে।
