আজকাল ওয়েবডেস্ক: কুড়ি বছর আগে বলিউডে একটি সিনেমা হয়েছিল। সেখানে দেখা গিয়েছিল এক যুবক দিল্লিতে কাজের খোঁজে এসেছিল। তবে কিডনি পাচার চক্রের পাল্লায় পড়ে নিজের কিডনি হারিয়ে ফেলে সে। সেই একই ঘটনা ফের রাজধানীর বুকে। বাংলাদেশ থেকে তিনজন দিল্লিতে এসেছিলেন কাজের খোঁজে।

 

কিন্তু কিডনি পাচার চক্রের পাল্লায় পড়ে জীবন সংশয় হওয়ার মুখে। তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে গোটা ভারতের বুকেই ছড়িয়ে রয়েছে কিডনি পাচার চক্র। এক একটি কিডনি বিক্রি হচ্ছে ৪ লক্ষ টাকায়। শারীরিক পরীক্ষার নাম করে কিডনি পাচার চক্র নিজের কাজ হাসিল করছে।

 

এক অভিযোগকারী জানিয়েছেন, কিডনি পাচার চক্রের জালে পড়ে তিনি নিজের একটি কিডনি হারিয়েছেন। কীভাবে তিনি এবার নিজের দেশে ফেরত যাবেন তা বুঝতে পারছেন না। বাধ্য হয়ে তিনি প্রশাসনের দ্বারস্থ হয়েছেন।

 

অন্য একজন জানিয়েছেন, কাজের খোঁজে তিনি নিজের দেশ ছেড়ে এদেশে এসেছিলেন। কিন্তু কাজ তো দূর অস্ত। নিজের একটি কিডনি হারিয়ে এবার তিনি অসহায়। বেশ কয়েকটি বেসরকারি হাসপাতালে এই কিডনি পাচার চক্র সক্রিয় রয়েছে বলে জানিয়েছেন অভিযোগকারীরা। পুলিশ জানিয়েছে অভিযোগকারীদের সঙ্গে নিয়ে তারা ঘটনাটি খতিয়ে দেখছেন। এই কিডনি পাচারকারীদের ধরাই এখন প্রধান চ্যালেঞ্জ দিল্লি পুলিশের।