আজকাল ওয়েবডেস্ক: ক্রিপ্টোকারেন্সি প্রতারণা অন্যতম অভিযুক্ত, আমেরিকার 'মোস্ট ওয়ান্টেড'-কে গ্রেপ্তার করা হল কেরল থেকে। লিথুয়ানিয়ার বাসিন্দা অ্যালেক্সেজ বেসিওকোভকে বুধবার গ্রেপ্তার করেছে পুলিশ। ভারত থেকে পালিয়ে যাওয়ার পরিকল্পনা করছিলেন অ্যালেক্সেজ। সেই সময় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সূত্রে খবর, 'গ্যারান্টেক্স' নামে ক্রিপ্টো এক্সচেঞ্জ খুলে বসেছিলেন তিনি। ছয় বছর ধরে হ্যাকিং-সহ বিভিন্ন অপরাধমূলক কাজে ক্রিপ্টো বিনিয়োগ করতেন বলে অভিযোগ। প্রায় ৮ লক্ষ ৩০ হাজার কোটির ক্রিপ্টো প্রতারণার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। দীর্ঘদিন ধরেই অ্যালেক্সেজের খোঁজ চালাচ্ছিল আমেরিকা। সে দেশের মোস্ট ওয়ান্টেড তালিকাতেও তাঁর নাম রয়েছে।
মার্কিন প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন, অ্যলেক্সেজ ছিলেন গ্যারান্টেক্সের প্রাথমিক প্রযুক্তিগত প্রশাসক এবং প্ল্যাটফর্মের পরিকাঠামো এবং রক্ষণাবেক্ষণের পাশাপাশি লেনদেন পর্যালোচনা এবং অনুমোদনে নজরদারি করতেন। মার্কিন কোডের টাইটেল-১৮ লঙ্ঘন করে অর্থ পাচারের ষড়যন্ত্র, মার্কিন আন্তর্জাতিক জরুরি অর্থনৈতিক ক্ষমতা আইন লঙ্ঘনের ষড়যন্ত্র এবং লাইসেন্সবিহীন অর্থ পরিষেবা পরিচালনার ষড়যন্ত্র সহ অনেক অভিযোগে আমেরিকা তাঁকে খুঁজছিল। ২০২২ সালের এপ্রিল মাসে তাঁকে নিষিদ্ধ ঘোষণা করে আমেরিকা।
গোপন সূত্রে মার্কিন গোয়েন্দাদের কাছে খবর আসে, দক্ষিণ ভারতের একটি রাজ্যে আত্মগোপন করে আছেন আলেক্সেজ। তারপর থেকে দক্ষিণ ভারতের রাজ্যগুলির সঙ্গে যোগাযোগ রাখছিলেন মার্কিন গোয়েন্দারা। অবশেষে কেরলে খোঁজ মেলে তাঁর। এই সপ্তাহের শুরুতে, মার্কিন প্রশাসনের অনুরোধে বিদেশ মন্ত্রক একটি অস্থায়ী গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। এরপর, কেন্দ্রীয় তদন্ত ব্যুরো (সিবিআই) এবং কেরল পুলিশের যৌথ প্রচেষ্টায় বুধবার তিরুবনন্তপুরম থেকে গ্রেপ্তার করা হয় অ্যালেক্সিজকে। শীঘ্রই তাঁকে পাতিয়ালা আদালতে পেশ করা হবে।
