আজকাল ওয়েবডেস্ক: ফুটপাতে এক দোকানের সামনে বিছানা করে রোজ ঘুমান এক যুবক। এটাই তাঁর অভ্যাস। কে জানত, গভীর রাতে ফুটপাত ততটা নিরাপদ স্থান নয়! কে কোনও মুহূর্তে ঘটতে পারে বড়সড় দুর্ঘটনা। ঠিক যেমন এই যুবকের সঙ্গে ঘটল। তবে সাক্ষাৎ মৃত্যু তিনি এড়িয়ে গেছেন। তাও শুধুমাত্র ঘুমের কারণেই। 

 

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে একটি ভিডিও। যেখানে দেখা গেছে, ওই যুবক একটি দোকানের সামনে ঘুমে আচ্ছন্ন। তখন গভীর রাত। গভীর ঘুমে তিনি। হঠাৎ নিশ্চুপে ওই ফুটপাত দিয়েই হাঁটাচলা করছিল একটি সিংহ। খানিকক্ষণ পর যুবকের কাছে সিংহটি এগিয়ে আসে। সোজা উঠে যায় তাঁর বিছানায়। এরপর সিংহের গায়ের কাছে গিয়ে, গন্ধ শুঁকে দেখে। 

 

যেকোনও মুহূর্তেই যুবকের উপর সে হামলা করতে পারত। কিন্তু গন্ধ শুঁকে সিংহটি ফিরে যায়। ফুটপাতে আপনমনে ঘুরতে ঘুরতে অন্যত্র চলে যায়। দৃশ্যটি ধরা পড়েছে ওই এলাকার সিসি ক্যামেরায়। হাড়হিম করা দৃশ্য দেখে এলাকাবাসীদের দাবি, যেন কোনও ভুতুড়ে সিনেমার দৃশ্য! 

 

তবে ভিডিওটি কোন এলাকার তা জানা যায়নি। ভিডিওর সত্যতা যাচাই করেনি আজকাল ডট ইন। কিন্তু সিংহের এই ভিডিওটি ঘিরে জোর চর্চা সোশ্যাল মিডিয়ায়। অনেকেরই দাবি, সম্ভবত গুজরাটের এমন ঘটনা ঘটতে পারে।