আজকাল ওয়েবডেস্ক: ঘড়ির ভেতর রামমন্দিরের ছবি। লেখা থাকছে জয় শ্রী রাম। এই বিশেষ ঘড়ি তৈরি হয়েছে মাত্র ৪৯টি। সবথেকে উল্লেখযোগ্য বিষয় এই ঘড়িটি বিশ্বের সবথেকে দামি ঘড়ি। সুইজারল্যান্ডের বিখ্যাত ঘড়ির প্রস্তুতকারক সংস্থা জেকব অ্যান্ড কোং তৈরি করছে এই বিশেষ ঘড়ি। জানা গিয়েছে, মূলত ভারতীয় সংস্কৃতিকে সারা বিশ্বের কাছে তুলে ধরতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। পুরো ঘড়িটির রং গেরুয়া। ঘড়ির কাঁটা যেখানে নয়ের ঘর ছোঁবে সেখানে থাকছে রামমন্দিরের ছবি।








ঠিক উল্টোদিকে থাকছে রাম এবং হনুমানের ছবি। ছয়ের ঘরের পাশে জয় শ্রীরাম কথাটি লেখা থাকবে বলে জানা গিয়েছে। জেকব অ্যান্ড কোং ভারতের রিটেলার ইথোস ওয়াচের সঙ্গে পার্টনারশিপে এই ঘড়ি তৈরি করছে। দুই কোম্পানি জুটি বেঁধেই এই ঘড়ি বিক্রি করবে। ঘড়ির ব্যান্ডটির রং থাকছে গেরুয়াই। সাদা ডায়ালের ওপর কালো এবং গেরুয়া রংয়ে মিলবে এই বিশেষ ঘড়ি।







তবে এই ঘড়ির যা দাম তাতে বলা হচ্ছে বিশ্বের সবথেকে দামি ঘড়ি এটাই। লিমিটেড এডিশন এই ঘড়ির মূল্য ৪১ হাজার ডলার। ভারতীয় মুদ্রায় প্রায় যার মূল্য ৩৪ লক্ষ টাকা। মজার বিষয় হল, লিমিটেড এডিশনের এই ঘড়ি তৈরি করা হয়েছে মাত্র ৪৯টি। তার মধ্যে ইতিমধ্যেই ৩৫টি ঘড়ি কিনে ফেলেছেন মানুষ।