আজকাল ওয়েবডেস্ক: সমাজ মাধ্যমে পোস্ট লাইক এবং শোয়ার করা এক নয়। একটি মামলার রায়ে এমনই জানিয়ে দিল এলাহাবাদ হাইকোর্ট। উচ্চ আদালতের বিচারপতি সৌরভ শ্রীবাস্তব জানিয়েছে যে, সমাজমাধ্যমে কোনও পোস্টে লাইক করা মানে তাতে সহমত প্রকাশ করা বা প্রচার করে দেওয়া নয়। কিন্তু, সেয়ার করা মানে সেই খবর বা তথ্য ছড়িয়ে দেওয়া। 

সমাজমাধ্যমে একটি জমায়েতের ডাক দিয়ে পোস্ট করেছিলেন জনৈক এক সমাজমাধ্যম ব্যবহারকারী। ওই জমায়েতটিকে বেআইনি বলে ঘোষণা করে উত্তরপ্রদেশ সরকার। এছাড়াও ওই সমাজ মাধ্যম পোস্টের জন্য মামলাও করা হয়। লাইক করার জন্য অন্য একজনের বিরুদ্ধেও অভিযোগ দায়ের হয়েছিল। তথ্যপ্রযুক্তি আইনের ৬৭ নম্বর ধারায় মামলা হয়। এই ধারায় অনুসারে, কোনও আপত্তিকর বিষয়বস্তু বৈদ্যুতিন মাধ্যমে প্রকাশ করা বা ছড়ানো হলে তা শাস্তিযোগ্য অপরাধ।

এলাহাবাদ হাইকোর্টের বিচারপতি সৌরভ শ্রীবাস্তবের পর্যবেক্ষণ, সমাজমাধ্যমে কোনও বিষয়বস্তু বা মেসেজ প্রকাশ করা বলতে বোঝায় সেটিকে পোস্ট করা। ওই পোস্টটি শেয়ার বা রিটুইট করা মানে পোস্টটিকে ছড়়িয়ে দেওয়া। তবে শুধুমাত্র কোনও পোস্ট লাইক করা মানে সেটি প্রকাশ করা বা ছড়িয়ে দেওয়া নয়। শুধুমাত্র সমাজমাধ্যমের কোনও পোস্টে লাইক করা হলে তথ্যপ্রযুক্তি আইনের ৬৭ ধারা প্রয়োগ করা যায় না।

এই মামলায় অভিযুক্তের আইনজীবীর দাবি, তাঁর মক্কেলের সমাজমাধ্যমে এমন কোনও বিষয়বস্তু পাওয়া যায়নি। যদিও পুলিশের দাবি, তিনি সেটি ডিলিট করে থাকতে পারেন। তবে একই ধরনের বিষয়বস্তু হোয়াট্‌সঅ্যাপ এবং অন্য সমাজমাধ্যমেও দেখা গিয়েছে বলে দাবি করে পুলিশ। 

সব তথ্যপ্রমাণ খতিয়ে দেখে আদালত জানিয়েছে, অভিযুক্ত ব্যক্তি শুধুমাত্র অন্যের প্রকাশ করা একটি সমাজমাধ্যমের পোস্টে লাইক করেছিলেন। সেই কারণে অভিযুক্তের বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনের আওতায় মামলা খারিজ করে দিয়েছে এলাহাবাদ হাইকোর্ট।