আজকাল ওয়েবডেস্ক: প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের প্রয়াণে শোকস্তব্ধ গোটা দেশ। কিন্তু, শুক্রবার শেষকৃত্য হচ্ছে না মনমোহনের। কংগ্রেস সূত্রে খবর, ২৮ ডিসেম্বর অর্থাৎ শনিবার রাজঘাটে শেষকৃত্য সম্পন্ন করা হবে মনমোহনের।
বৃহস্পতিবার রাত ৯টা ৫১ মিনিটে দিল্লি এইমসে প্রয়াত হন মনমোহন। এ দিন রাতেই কংগ্রেসের সাধারণ সম্পাদক কেসি বেণুগোপাল জানান, শনিবার নয়াদিল্লির রাজঘাটে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহনের শেষকৃত্য সম্পন্ন হবে। শুক্রবার মতিলাল নেহরু মার্গের বাসভবনে নিয়ে আসা হয়েছে তাঁর মরদেহ। সেখানে গিয়ে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। সাধারণ মানুষও শেষ শ্রদ্ধা জানাতে পারবেন মনমোহনকে। কংগ্রেস সূত্রে খবর, শনিবার কংগ্রেসের সদর দফতরে নিয়ে যাওয়া হবে তাঁর মরদেহকে। সেখান থেকে রাজঘাটে নিয়ে গিয়ে মনমোহনের শেষকৃত্য সম্পন্ন করা হবে।
ইতিমধ্যেই সাত দিনের জাতীয় শোক ঘোষণা করেছে কেন্দ্র। বৃহস্পতিবার রাতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের যুগ্মসচিব জি পার্থসারথি দেশের সকল মুখ্যসচিব এবং অন্য উচ্চপদস্থ আমলাদের এই মর্মে চিঠি দিয়েছেন। শুক্রবার সকাল ১১টায় কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে বসার কথা। তার পরেই আনুষ্ঠানিক ভাবে ‘জাতীয় শোক’ ঘোষণা করা হতে পারে। সূত্রের খবর, শুক্রবার সমস্ত সরকারি কর্মসূচি বাতিল করতে চলেছে কেন্দ্র। কংগ্রেসও সাত দিনের জন্য সব দলীয় কর্মসূচি বাতিল রাখার সিদ্ধান্ত নিয়েছে। কর্ণাটক সরকার ইতিমধ্যে সাত দিনের জাতীয় শোক ঘোষণা করেছে।
