আজকাল ওয়েবডেস্ক: সপ্তাহে ৭০ ঘণ্টা কাজ করার পরামর্শ দিয়ে কটাক্ষের মুখে পড়তে হয়েছিল ইনফোসিস কর্তা এন আর নারায়ণমূর্তিকে। এ বার কর্মীদের সপ্তাহে ৯০ ঘণ্টা কাজ করার পরামর্শ দিয়ে কটাক্ষের মুখে পড়লেন আরও এক নামী সংস্থার আধিকারিক। তিনি বলেন, ''ছুটির দিনে কতক্ষণ স্ত্রীয়ের মুখের দিকে চেয়ে থাকবেন। কতক্ষণ বাড়িতে বসে থাকবেন।''
বহুজাতিক সংস্থা লার্সেন অ্যান্ড টুব্রো (এলঅ্যান্ডটি)-র চেয়ারম্যান এস এন সুব্রমন্যনকে সম্প্রতি একটি অনুষ্ঠানে প্রশ্ন করা হয় কেন তিনি তাঁর সংস্থার কর্মীদের শনিবারেও কাজ করান। উত্তরে তাঁকে বলতে শোনা গিয়েছে, ''আমার আফশোস, আমি কর্মীদের দিয়ে রবিবার কাজ করাতে পারি না। যদিও তা করাতে পারি আমার চেয়ে খুশি কেউ হবে না। কারণ আমি নিজেও রবিবার কাজ করি।'' তিনি আরও বলেন, ''বাড়িতে বসে থেকে কী করবেন? কতক্ষণ স্ত্রীয়ের মুখের দিকে চেয়ে বসে থাকবেন? অফিসে আসুন কাজ শুরু করে দিন।''
তাঁর এই কথার যুক্তিতে সুব্রমন্যন জানান, এক চিনের এক ব্যক্তির সঙ্গে কথোপকথনে তিনি জানতে পেরেছেন চিনে কর্মীরা সপ্তাহে ৯০ ঘণ্টা কাজ করেন। ওই চিনা ব্যক্তি দাবি করেছেন, শীঘ্রই তাঁরা আমেরিকাকে ছাপিয়ে যাবেন। কারণ, আমেরিকানরা সপ্তাহে ৫০ ঘণ্টা কাজ করেন মাত্র। এরপর সুব্রমন্যন বলেন, ''উত্তর আপনাদের সামনে রয়েছে। সেরা হতে চাইলে সপ্তাহে ৯০ ঘণ্টা কাজ করতে হবেই আপনাকে।''
ভিডিও ভাইরাল হতেই কটাক্ষের মুখে পড়তে হয়েছে সুব্রমন্যনকে। অনেকে তাঁর বক্তব্যের সঙ্গে নারায়ণমূর্তির ৭০ ঘণ্টা কাজের কথার তুলনা টেনে আনেন। অনেকের প্রশ্ন কেন স্বল্প বেতনের কর্মীরা সিইও-দের মতো বেশি সময়ে কাজ করবেন। একজন লিখেছেন, চিনের সঙ্গে প্রতিযোগিতা করার কোনও ইচ্ছে নেই। তাদের সেরা হতে দিন। এমন কিছু পার্থক্য তৈরি হবে না। আমি আমার সীমিত সময়টুকু পরিবারে সঙ্গে, আমার প্রিয়জনের সঙ্গে কাটাতে চাই।'' অন্য একজন লিখেছেন, ''এই জন্যই ভারতে সরকারি চাকরির এত চাহিদা। বেসরকারি সংস্থাগুলি কর্মীদের শুধু শোষণ করতে পারে।''
