আজকাল ওয়েবডেস্ক: কর্মীদের এক সপ্তাহে প্রায় ৯০ ঘণ্টা কাজ করার পরামর্শ দিয়েছিলেন বহুজাতিক সংস্থা লারসেন অ্যান্ড টুব্রোর চেয়ারম্যান সুব্রহ্মণ্যন। সেই মন্তব্যের জেরে প্রবল সমালোচনার সম্মুখীন হতে হয় সংস্থাটিকে। এ বার সরকারি প্রকল্প হাতছাড়া হল এল অ্যান্ড টি-র।
প্রায় ৭০ হাজার কোটির বরাত বাতিল করেছে প্রতিরক্ষা মন্ত্রক। এর জেরে ছয়টি সাবমেরিন কেনার জন্য বরাদ্দ অর্থ হাতছাড়া হল। ভারতের সর্ববৃহৎ ইঞ্জিনিয়ারিং ফার্ম হল জায়ান্ট লারসেন অ্যান্ড টুব্রো। এই উন্নত সাবমেরিনের তিন সপ্তাহ পর্যন্ত জলের নিচে থাকার ক্ষমতা রয়েছে। কিন্তু ফার্মের প্রস্তাব ভারতীয় নৌবাহিনীর প্রয়োজনীয়তার সঙ্গে অসম্মত হওয়ার জন্য প্রতিরক্ষা মন্ত্রক প্রত্যাখ্যান করে।
ঠিক কোন মন্তব্য ঘিরে বিতর্ক? সম্প্রতি কর্মীদের সঙ্গে ভার্চুয়াল সাক্ষাৎ চলাকালীন সুব্রহ্মণ্যনকে প্রশ্ন করা হয়েছিল, কেন লারসেন অ্য়ান্ড টুব্রোর মতো মাল্টি-বিলিয়ন ডলার মূল্যের একটি সংস্থা এখনও কর্মীদের শনিবার কাজ করাচ্ছে? তার জবাবে সুব্রহ্মণ্যন নাকি বলেছিলেন, 'আমার এটা ভেবে অনুশোচনা হচ্ছে যে আমি আপনাদের দিয়ে রবিবারও কাজ করাতে পারছি না। আমি যদি আপনাদের দিয়ে রবিবারও কাজ করাতে পারতাম, তাহলে আমি খুশি হতাম। কারণ, আমি রবিবার কাজ করি। বাড়িতে বসে আপনারা কী করবেন? কতক্ষণ নিজের বউয়ের দিকে তাকিয়ে থাকবেন? ধুর, অফিসে চলে যান। কাজ করুন।'
