নিতাই দে, আগরতলা: এ কোনও বন বা জঙ্গল নয়। আস্ত একটা পুকুর। সেই পুকুরে জেলেরা জাল ফেলে মাছের বদলা উদ্ধার করলেন কিং কোবরা। এই কিং কোবরা দেখেই হয়ে গেল সকলের চোখ ছানাবড়া। ঘটনাটি ঘটেছে উত্তর ত্রিপুরার জেলার কাঞ্চনপুর এলাকার ডাইনছড়া গ্রামে। 

জেলেরা প্রত্যেকদিনের মত শনিবার সকালে পুকুরে মাছের আশায় জাল ফেলেছিলেন। জাল টানার পর প্রথম ভেবেছিলেন, বহু ওজনের একটি বড় মাছ। কিন্তু জালটি সমতলে তুলতেই সকলের চক্ষু চড়কগাছ। সকলেই দেখেন জালে আটকে বিরাট আকারের একটি কিং কোবরা সাপ। তখনই জেলেদের চোখ রীতিমতো কপালে। 

এই কিং কোবরাটিকে দেখে জেলেরা চিৎকার শুরু করেন। আশেপাশের লোকজনেরা এগিয়ে আসেন। কিন্তু কিং কোবরাটিকে দেখে সবাই ভয় পেয়ে পালিয়ে যান। তবে কিং কোবরাটি ছিল জেলেদের মাছ ধরার জালে বন্দি। সবাই সামনে এসেই তাকিয়ে অবাক। এত বড় কিং কোবরা কীভাবে পুকুরে আসল, তা ঘিরেই প্রশ্ন সকলের। 

তবে এক জেলে জানিয়েছেন, মাছ ধরতে গিয়ে পুকুর থেকে এই কিং কোবরা পাওয়া যায়। পরবর্তী সময়ে বন দপ্তরকে খবর দেওয়া হয়েছে। বন দপ্তরে এসে কিং কোবরাটিকে উদ্ধার করে গভীর জঙ্গলে নিয়ে ছেড়ে দিয়েছে বলে জানা গেছে। তবে এই কিং কোবরাকে ঘিরে এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গেছে এই এলাকায় এত বড় কিং কোবরা এই প্রথমেই দেখা গেছে। এই কিং কোবরা সাপটিকে দেখার জন্য এই এলাকা জুড়ে মানুষদের ভিড় জমে গেছে। 

প্রসঙ্গত, চলতি বছরে মে মাসে বাংলায় খাল থেকে উদ্ধার হয় এক বিরাট অজগর সাপ। ঘটনাটি ঘটেছিল বীরভূমের খয়রাশোল ব্লকের অন্তর্গত পানসিউড়ি গ্রামে। সেখানেই মাছ ধরার জালে মাছ নয়, উঠেছিল ছোট অজগর। এলাকাবাসীর কথায়,ওই অজগরের আকৃতি প্রায় চার ফুটের কাছে ছিল। এরপর তড়িঘড়ি খবর দেওয়া হয় সর্পপ্রেমী অমিত শর্মাকে। তিনি ঘটনাস্থলে আসেন। ওই অজগরটিকে জালমুক্ত করেন। অজগরটিকে জালমুক্ত করে উদ্ধার করার পর বন দপ্তরের সহযোগিতায় জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছিল।