আজকাল ওয়েবডেস্ক: মধ্যপ্রদেশ থেকে নিয়ে আসা হয়েছিল একটি কিং কোবরা। সেটিকে ম্যাঙ্গালোর চিড়িয়াখানাতে রাখা হয়েছিল। আর এরপরই দেখা গেল সেটি কয়েকদিনের মধ্যেই মারা যায়। যদিও সাপটির দেহে কোনও আঘাতে চিহ্ন নেই। তবে কী কারণে এই সাপটি মারা গেল তা নিয়ে তৈরি হয়েছে নতুন জল্পনা। যেভাবে এই মারা গিয়েছে তা থেকে উঠে গিয়েছে নানা ধরণের প্রশ্ন।


মনে করা হচ্ছে কিং কোবরা বেশি গরম সহ্য করতে পারে না বলেই সেটি মারা গিয়েছে। তবে এই সাপের গতি দেখে বাকি সাপেরা অতি সহজে পালিয়ে যায়। তাহলে কীভাবে এই সাপটি মারা গেল সেটি জানা যাবে এর ময়নাতদন্তের পরই।


বিশেষজ্ঞদের মতে, কিং কোবরা এমন সাপ যারা সমতলে বাস করে। তরাই অঞ্চলে তাদের দেখা পাওয়া যায়। কিন্তু পাহাড়ের ওপরে বা এভারেস্টের মত ঠান্ডা এলাকায় তারা আসেনা। সেখানেও তাহলে তাদের দেখা মিলল কেন?


বিশেষজ্ঞেরা জানাচ্ছেন নেপালের দ্রুত বদলাতে থাকা আবহাওয়া এর জন্য দায়ী। উষ্ণায়ন এমনভাবে এভারেস্টের আশপাশেও প্রভাব ফেলেছে যে সেসব জায়গা অপেক্ষাকৃত গরম হয়ে উঠেছে। আর তার ফলেই সেখানে হাজির হচ্ছে এই সাপেরা।


এভাবে দ্রুত বদলাতে থাকা পরিবেশ নিয়ে রীতিমত কপালে ভাঁজ পড়েছে বিশেষজ্ঞদের। কিং কোবরাদের এভারেস্টের ধারে এই আনাগোনা, সেখানে আশপাশের অনেক জায়গায় কিং কোবরার ডিম দেখতে পাওয়া বিশেষজ্ঞদের অন্য চিন্তায় ফেলে দিয়েছে।


আসলে এরা অতিরিক্ত গরম সহ্য করতে পারে না। ফলে সেখান থেকে এদের যদি বেশি গরমে নিয়ে আসা হয় তাহলে সেখান থেকে এরা অতি সহজেই মারা যায়। তাই যদি সাধারণ বাড়িতে সহজে এদের দেখা যায় না। এরা মূলত শীতের স্থানে থাকতেই বেশি পছন্দ করে থাকে।