আজকাল ওয়েবডেস্ক: কেরলে আবারও মাঙ্কিপক্স আক্রান্তের হদিশ মিলল। এ নিয়ে দ্বিতীয়বার। দশ দিনের মধ্যে পরপর মাঙ্কিপক্স আক্রান্তের খবর ছড়াতেই, উৎসবের আবহে আতঙ্ক বাড়ল সাধারণ মানুষের। 

 

কেরলের স্বাস্থ্যমন্ত্রী বীণা জর্জ একটি বিবৃতি দিয়ে জানিয়েছেন, রাজ্যে দ্বিতীয় মাঙ্কিপক্স আক্রান্তের খোঁজ মিলেছে এর্নাকুলামে। ২৯ বছরের যুবক সম্প্রতি আরব আমিরশাহি থেকে কেরলে ফিরেছেন। শারীরিক অবস্থার অবনতি হতেই কোচির এক হাসপাতালে ভর্তি হন তিনি। পরীক্ষার পর ধরা পড়ে তিনি মাঙ্কিপক্সে আক্রান্ত। বর্তমানে হাসপাতালেই চিকিৎসাধীন আছেন। তাঁর শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল। 

 

প্রসঙ্গত, গত ১৮ সেপ্টেম্বর মালাপ্পুরমে ৩৮ বছরের এক যুবকের মাঙ্কিপক্স ধরা পড়ে। তিনিও আপাতত হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ওই যুবকও আরব আমিরশাহি থেকে ফিরেছিলেন। বীণা জর্জ জানিয়েছেন, গোটা রাজ্যে ১৪টি হাসপাতালে মাঙ্কিপক্স আক্রান্তদের জন্য আইসোলেশন ওয়ার্ড খোলা হয়েছে। এই রোগে সাধারণত পক্সের মতো লক্ষণ দেখা যায়। বিদেশ থেকে ফেরার পর এমন উপসর্গ দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নিয়ে যথাযথ চিকিৎসার আওতায় আসার পরামর্শ দিয়েছেন তিনি। 

 

এর আগে হরিয়ানার এক বাসিন্দা মাঙ্কিপক্সে আক্রান্ত হয়েছেন। তিনি আফ্রিকা থেকে ফিরেছিলেন। বর্তমানে তিনি দিল্লির হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ নিয়ে দেশে তিনজন ব্যক্তির শরীরে মাঙ্কিপক্স ভাইরাসের হদিশ পাওয়া গেল। উৎসবের মরশুমে মাঙ্কিপক্স ভাইরাস রুখতে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে সতর্ক করেছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক।