আজকাল ওয়েবডেস্ক: কেরালার ব্যাঙ্কগুলিকে বিশেষ বার্তা দিলেন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। ওয়েনাড ধসে যারা নিজেদের জীবন হারিয়েছেন, ঘরবাড়ি ভেঙে গিয়েছে, গাড়ি হারিয়ে গিয়েছে তাঁদের সকলের ব্যাঙ্কঋণ মকুব করা হোক। কেরালা গ্রামীণ ব্যাঙ্ক এই মন্তব্যের পরই সমস্ত বাকি থাকা ঋণ ইতিমধ্যেই মকুব করে দেয়।

 

এই ঋণ মকুবের তালিকায় অনেকেই বর্তমানে ত্রাণশিবিরে রয়েছেন। তাঁদের সঙ্গে কথা বলে এই ঋণ মকুবের কথা জানানো হয়েছে। সোমবার এই বিষয়টি নিয়ে কালপেট্টাতে একটি প্রতিবাদ মিছিল করা হয়েছিল। এরপরই এই বিষয়ে হস্তক্ষেপ করেন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। এরপরই দ্রুত ঋণ মকুবের কথা ঘোষণা করে ব্যাঙ্ক।

 

বিজয়ন বলেন, যেভাবে প্রকৃতির রোষের শিকার হয়েছে ওয়ানাডবাসী তাতে ফের এদের নিজেদের জীবনে ঘুরে দাঁড়ানোই প্রধান কাজ। সেখান থেকে তাঁদের ঋণ দেওয়া আর সম্ভব হবে না। তাই দ্রুত তাঁদের এর থেকে মুক্তি দেওয়া হল। ধসের জেরে ইতিমধ্যেই এরা সবকিছু হারিয়েছেন। তাই ফের নতুন করে জীবন শুরু করতে হবে। কেরালা ব্যাঙ্ক সহ অন্য ব্যাঙ্কগুলি এই কাজে যে সহায়তা করেছেন সেজন্য সকলকেই ধন্যবাদ। ইতিমধ্যেই ধসপ্রবণ এলাকাগুলি ঘুরে দেখেছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি যথাসাধ্য সহায়তায় আশ্বাস দিয়েছেন কেরালাকে।