আজকাল ওয়েবডেস্ক:‌ র‌্যাগিংয়ের অভিযোগ উঠল উত্তরপ্রদেশের একটি ইঞ্জিনিয়ারিং কলেজে। কানপুরে অবস্থিত ওই কলেজের বিটেক তৃতীয় বর্ষের এক ছাত্র র‌্যাগিংয়ের অভিযোগ তুলেছেন আট সিনিয়র পড়ুয়ার বিরুদ্ধে। এমনকী খুনের চেষ্টার অভিযোগও তোলা হয়েছে। তৃতীয় বর্ষের ওই পড়ুয়ার অভিযোগ, জুনিয়রদের ক্রমাগত মারধর করতেন সিনিয়ররা। এমনকী তাঁদের কথা না শুনলে জামাকাপড় খুলতেও নাকি বাধ্য করা হত জুনিয়রদের।


নবাবগঞ্জ থানার পুলিশ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে। জানা গেছে, অভিযুক্তরা প্রত্যেকেই চতুর্থ বর্ষের পড়ুয়া। অভিযোগে ওই পড়ুয়া জানিয়েছেন, তাঁর এক সহপাঠীকে সিনিয়ররা ফোন করে জন্মদিনের পার্টিতে আসার কথা বলেছিল। অভিযোগ, পার্টিতে যেতেই জুনিয়ররা বুঝতে পারেন তাদের র‌্যাগিং করার জন্যই ডাকা হয়েছে। প্রথমেই তাদের জামাকাপড় খুলতে বলা হয় বলে অভিযোগ। কিন্তু এই কথায় কর্ণপাত না করায় সিনিয়ররা নাকি লাঠি, বেল্ট, লোহার রড দিয়ে মারতে শুরু করেন জুনিয়রদের। 


ইতিমধ্যেই আট অভিযুক্তকে থানায় তলব করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হবে। কলেজ কর্তৃপক্ষও ঘটনার আলাদা করে তদন্ত করছে। যদি অভিযোগ সত্যি হয়, তবে কড়া শাস্তি নেওয়া হবে বলে জানানো হয়েছে কলেজ কর্তৃপক্ষ ও পুলিশের তরফে।