আজকাল ওয়েবডেস্ক: বৃষ্টির জলে বেহাল রাস্তা। জায়গায় জায়গায় বড় বড় গর্ত। দুর্বিসহ অবস্থা পথচলতি মানুষের। যানবাহনেরও ক্ষতি হচ্ছে বিস্তর। পুণের শহরের এই পথেই রয়েছে একাধিক স্কুল। ফলে সমচেয়ে সমস্যায় পড়তে হচ্ছে পড়ুয়া ও তাদের অভিভাবকদের। সোমবারও এক ছাত্রী ভাঙা রাস্তার জলভর্তি গর্তে পড়ে যায়। এরপরই ঘটে অভিনব ঘটনা। বাজের রাস্তার প্রতিবাদ জানাতে ওই ছাত্রীর বাবা মাদুর এবং বালিশ নিয়ে রাস্তার বড় জলাভর্তি গর্তে শুয়ে পড়লেন!
পুনের আনন্দ দক্ষিণের দিকে যাওয়ার একটি অংশে এই ঘটনাটি ঘটেছে। স্থানীয়রা জানিয়েছেন যে, ওই রাস্তা কয়েক মাস ধরে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত। স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর, বিধায়ক এমনকি মন্ত্রীদের কাছে বারবার অভিযোগ করার পরেও কোনও মেরামতের কাজ শুরু হয়নি।
প্রতিবাদী অভিভাবক জলভর্তি রাস্তার গর্তে শুয়ে শুয়ে "ভারত মাতা কি জয়" স্লোগান দিচ্ছিলেন। ওই ব্যক্তি জানান যে, "জলাবদ্ধ, ভাঙা রাস্তার কারণে প্রতিদিন ঘটে যাওয়া দুর্ঘটনা এবং আহতদের প্রতি দৃষ্টি আকর্ষণ করার জন্য তাঁকে এই ধরনের প্রতিবাদ করতে বাধ্য হতে হয়েছে। এই রাস্তায় বিশেষ করে ক্ষতি হচ্ছে স্কুলগামী শিশু এবং স্থানীয় যাত্রীদের।
গর্তে শুয়ে থাকা অবস্থায় ওই অভিভাবক বলেন, "রাস্তাটি কয়েক মাস ধরে তৈরি হয়নি। আমি অনেক কর্মকর্তার সঙ্গে কথা বলেছি - কাউন্সিলর, মন্ত্রী, বিধায়ক, কিন্তু কেউ শুনছে না। আমরা কী করব? এখানে বাচ্চারা স্কুলে যায়। আজ আমার মেয়ে পা পিছলে পড়ে গিয়েছে। সবার বাচ্চারা এই রাস্তা দিয়ে হেঁটে যায়। ফলে মারাত্মক বিপদের আশঙ্কা রয়েছে।"
Gems of Uttar Pradesh ????
— Ankit Mayank (@mr_mayank)
Unique protest by this man in Kanpur demanding to fix potholes & roads
He is resting on potholes & raising slogans of ‘Bharat Mata Ki Jai’ as protest ???????????? pic.twitter.com/POEafO8p2oTweet by @mr_mayank
স্থানীয়রা বলছেন, বর্ষাকালে রাস্তাটি প্রায় ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ে, যানবাহন বিকল হয়ে যায়, সাইকেল আরোহীরা পড়ে যায় এবং শিশুরা স্কুলে পৌঁছানোর জন্য হাঁটু জলের মধ্য দিয়ে হেঁটে যেতে বাধ্য হয়।
আরও পড়ুন- টিপু সুলতান কেআরএস বাঁধের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন, দাবি কর্নাটকের মন্ত্রীর, তুঙ্গে বিতর্ক
