আজকাল ওয়েবডেস্ক: বাইকে স্টান্ট দেখিয়ে নেটিজেনদের নজর কাড়ার চেষ্টা করেন অনেকেই। ধরা পড়লেই যদিও মোটা অঙ্কের জরিমানাও দিতে হয়। কিন্তু পুলিশের নজর এড়িয়ে, এমন স্টান্টের ভিডিও শেয়ার করে জনপ্রিয় হতে চান কেউ কেউ। তাতেই ঘটে বিপত্তি। সম্প্রতি এক ভিডিওতে দেখা গেল, দ্রুত গতিতে ছুটছে বাইক। তাতে মুখোমুখি বসে উদ্দাম রোমান্সে মত্ত প্রেমিক যুগল। সম্প্রতি এমনই এক ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যা দেখে যুগলের খোঁজে তল্লাশি অভিযান শুরু করেছে পুলিশ।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের কানপুরে। যুগল কানপুরের বাসিন্দা। ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, প্রেমিকার হাত ধরে প্রথমে বাইকে চড়ে বসেন যুবক। এরপর দ্রুত গতিতে বাইক চালাতে শুরু করেন। সে সময় যুবকের কোলের উপরে বসেছিলেন তাঁর প্রেমিকা। দু'জনের কারও মাথায় হেলমেট ছিল না।
পুলিশ জানিয়েছে, কানপুরের গঙ্গা ব্যারেজের কাছে ভিডিওটি তোলা হয়েছে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই পুলিশের নজরে পড়ে ভিডিওটি। শনিবারেই যুগলকে খুঁজতে তল্লাশি অভিযান শুরু হয়েছে। তাঁদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে। এর আগেও ওই যুবকের বিরুদ্ধে আইন ভেঙে বাইক চালানোর অভিযোগ উঠেছিল। অন্ততপক্ষে দশবার আইন ভাঙার জন্য জরিমানাও দিয়েছিলেন যুবক। তারপরও স্টান্ট দেখাতে থামেননি।
