আজকাল ওয়েবডেস্ক:  কংগ্রেস শিবিরকে আক্রমণ করার কোনও সুযোগ হাতছাড়া করতে চাইছেন না বিজেপি সাংসদ কঙ্গনা রানাওয়াত। বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে চড়া সুরে আক্রমণ করে কঙ্গনা বলেন, রাহুল গান্ধীর রাজনৈতিক কেরিয়ার কীভাবে এত দীর্ঘ হল তা নিয়ে তার সন্দেহ রয়েছে। তিনি সংসদে দাঁড়িয়ে কীভাবে কথা বলতে হয় তা জানেন না। দেশের অতীত না জেনে তিনি এমন মন্তব্য করছেন যা তাঁর ভবিষ্যতকে অন্ধকার করে দেবে। বাজেট পেশের আগে প্রতিবারই হালুয়া তৈরি করা হয়ে থাকে। দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীও হালুয়া তৈরির নিয়ম শুরু করেছিলেন। তাই রাহুলের এই হালুয়া মন্তব্য তাঁকে ব্যাকফুটে ঠেলে দিয়েছে।

কঙ্গনাকে সমর্থন করে কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর বলেন, কংগ্রেসের মানসিকতা দেশকে ভাগ করে নিজেদের ঘরে ফায়দা তোলা। ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর সময় থেকেই এই দেশলুঠের রাজনীতি চলছে। প্রসঙ্গত, ২৯ জুলাই বিরোধী দলনেতা রাহুল গান্ধী লোকসভায় একটি ছবি তুলে ধরেন। সেখানে তিনি হালুয়া তৈরির ছবিটি দেখান। এরপর তিনি বলেন, এখানে কোনও দলিত, আদিবাসী বা পিছিয়ে পড়া মানুষের স্থান নেই।

পরে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বলেন তিনি এই ঘটনার জেরে যথেষ্ট ব্যাথা পেয়েছেন। কেন্দ্রে যখন বিজেপি সরকার ছিল না তখন কেন রাহুল গান্ধী এই প্রশ্ন করেননি?  অন্যদিকে রাহুল গান্ধী দাবি করেন ইন্ডিয়া জোটকে ভাঙার জন্য চক্রব্যুহ তৈরি করা হয়েছে। ছয় দিক থেকে ঘিরে ধরা হয়েছে ইন্ডিয়া জোটকে। এমএসপি নিয়ে কৃষকদের সঙ্গে কেন্দ্র যে অন্যায় করেছে তাকে বিরোধ করার জন্যেই কংগ্রেসকে সরাসরি আক্রমণ করেছে বিজেপি শিবির।