আজকাল ওয়েবডেস্ক: যানজটের সমস্যায় নিত্যদিন ঝামেলা পোহাতে হয় সাধারণ মানুষকে। বেঙ্গালুরুতে এ যেন রোজের ঘটনা। যানজটের মাঝে মেজাজ বিগড়ে যায় প্রায় সকলেরই। ছোটখাটো দুর্ঘটনাও ঘটে। যার জেরে বাকবিতণ্ডায়, হাতাহাতিতে জড়িয়ে পড়েন অনেকে। কিন্তু দুর্ঘটনায় পরেও মেজাজ হারাতে দেখা গেল না দু'জন চালককে। মুখোমুখি বাইক ও গাড়ির সংঘর্ষের পর তাঁরা যা করলেন, তা দেখেই হতবাক হয়ে গেছেন পথচলতি জনতা।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এক তরুণী লিখেছেন, বিরলতম ঘটনার সাক্ষী থাকল বেঙ্গালুরু। পথের একধারে দাঁড় করানো ছিল একটি গাড়ি। যাত্রীর জন্য অপেক্ষা করছিলেন চালক। সেই যাত্রী পৌঁছনোর পরেই ঘটে দুর্ঘটনাটি। হঠাৎ একটি দ্রুত গতির বাইক এসে গাড়ির সামনে সজোরে ধাক্কা মারে।
সাধারণত এ ধরনের দুর্ঘটনার পর দুই গাড়ির চালকের মেজাজ খারাপ হয়ে যায়। মারপিট শুরু করেন। কিন্তু এবার অন্যথা হল। দুর্ঘটনার পর কোনও ঝামেলা না করে, শুধুমাত্র হ্যান্ডসেক করলেন বাইক ও গাড়ির চালক। ব্যাস! তারপরেই যে যাঁর মতো গাড়ি নিয়ে চলে যান।
ঘটনার বিবরণ শুনে চমকে গেছেন নেটিজেনরা। একজন লিখেছেন, 'আপনি সত্যি এটাই দেখেছেন! নাকি স্বপ্ন ছিল?' আরেকজন লিখেছেন, 'এটি বেঙ্গালুরুর রাস্তায় বিরলতম ঘটনা।'
