আজকাল ওয়েবডেস্ক: ভাল চাকরি পেতে বিভিন্ন সংস্থার দোরে দোরে ঘুরে জুতোর শুকতলা ক্ষয়ে যায় চাকরিপ্রার্থীদের। আবেদন করলেও সিভি খারিজ হয়ে যায়। কিন্তু বেঙ্গালুরুর একটি সংস্থা এসব কিছুই চাইছে না চাকরিপ্রার্থীদের কাছ থেকে। সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, একজন ইঞ্জিনিয়ার চাই। কোনও সিভি-র দরকার নেই। কোনও কলেজ ডিগ্রিও লাগবে না। মাইনে দেওয়া হবে বছরে ৪০ লক্ষ টাকা। শর্ত একটাই, ১০০ শব্দে নিজের বর্ণনা দাও এবং নিজের সেরা কাজের উদাহরণ দেখাও।

ক্যালিফোর্নিয়ার সংস্থা স্মলেস্ট ডট এআই। বেঙ্গালুরুতেও তাঁদের অফিস আছে। কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে কাজ করে থাকে সংস্থাটি। তারাই 'এক্স'-এ ইঞ্জিনিয়ার চাই বলে বিজ্ঞাপন দিয়েছে। সংস্থার প্রতিষ্ঠাতা সুদর্শন কামাথ এক্স-এ লিখেছেন, ''আমরা একজন ফুলস্ট্যাক ইঞ্জিনিয়ার খুঁজছি। মাইনে বার্ষিক ৪০ লক্ষ। ১৫ লক্ষ মূল বেতন। বাকি ২৫ লক্ষের কোম্পানি শেয়ার। শূন্য থেকে দুই বছরে অভিজ্ঞতা। বেঙ্গালুরুতে অফিস। সপ্তাহে পাঁচ দিন বাড়ি থেকে কাজ করতে হবে।'' তিনি আরও লিখেছেন, ''কলেজ ডিগ্রির দরকার নেই। সিভি, দরকার নেই।''

?ref_src=twsrc%5Etfw">February 24, 2025

এই চাকরির প্রস্তাব অনেককেই অভিভূত করেছে। একজন লিখেছেন, ''এক্স দিন দিন লিংকডইন হয়ে যাচ্ছে।'' অন্য একজন লিখেছেন, ''অসাধারণ! এভাবেই ভবিষ্যতে নিয়োগ হবে।'' বেশ কয়েকজন কটাক্ষ করেছেন। একজন লিখেছেন, ''যেই কাজের জন্য লোক খুঁজছেন তার জন্য ১৫ লক্ষ যথেষ্ট নয়। অন্তত ২৫ লক্ষ টাকা এবং আরও অন্যান্য সুবিধা দেওয়া উচিৎ।'' অন্য একজন লিখেছেন, ''শুনেছি এআই এ সব কাজ কিছু ঘণ্টায় করে দিতে পারে। তা লোক খোঁজা হচ্ছে কেন?''