আজকাল ওয়েবডেস্ক: ভারতে আধার কার্ড নাগরিকদের জন্য একটি গুরুত্বপূর্ণ নথি। তবে এটা কোনও সরকারি নাগরিকত্ব শংসাপত্র নয়। কিন্তু দেশের প্রতিটি নাগরিকের এটার প্রয়োজন কারণ আধারের মাধ্যমেই ব্যাঙ্ক, গ্যাস সংযোগ-সহ প্রায় সব গুরুত্বপূর্ণ পরিষেবা মেলে। স্কুলে শিশুদের ভর্তির জন্য আধার কার্ড অপরিহার্য। যেহেতু বাচ্চারা ছোটবেলাতেই তাদের আধার নম্বর পায়, তাই তা আপডেট রাখা প্রয়োজন।
UIDAI জানিয়েছে যে, বাচ্চাদের ৫ বছর বয়সের পরে, আবার ১৫ বছর বয়সে তাদের আধার কার্জ নবীকরণ করাতে হবে। এটি বাধ্যতামূলক বায়োমেট্রিক আপডেট (MBU) নামে পরিচিত। এই আপডেটের সময়, তাদের ছবি, আঙুলের ছাপ এবং আইরিস স্ক্যান আধার সিস্টেমে রিফ্রেশ করা হয়। সুখবর হল ৫-৭ এবং ১৫-১৭ বছর বয়সী শিশুদের বায়োমেট্রিক আপডেট করার জন্য কোনও অর্থ লাগে না।
UIDAI একটি পোস্টে শেয়ার করেছে যে, “আপনি কি বাধ্যতামূলক বায়োমেট্রিক আপডেট বা MBU সম্পর্কে জানেন? ৫ থেকে ১৫ বছর বয়সের পর শিশুদের আধারে বায়োমেট্রিক্স- আঙুলের ছাপ, চোখের আইরিস এবং ছবি আপডেট করা অপরিহার্য। এই প্রক্রিয়াটিকে MBU বলা হয়।”
What is Mandatory Biometric Update or MBU in Aadhaar? Children must update their #biometrics—fingerprints, iris, & facial image in their #Aadhaar on attaining the age 5 and 15 years. This process is called #MBU. Watch this video in #Urdu to know about more benefits of MBU!… pic.twitter.com/ikDXfIWVkF
— Aadhaar (@UIDAI)Tweet by @UIDAI
UIDAI-এর মতে, শিশুদের আধারে বায়োমেট্রিক্স আপডেট করলে কোনও প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য নথিভুক্তকরণের ক্ষেত্রে কোনও বাধা আসবে না।
কোনও পরিবারের শিশুর বায়োমেট্রিক্স আপডেট করার প্রয়োজন হলে, UIDAI পরিচালিত আধার তালিকাভুক্তি কেন্দ্রে যান। এছাড়া নির্দিষ্ট কিছু ব্যাঙ্ক এবং ডাকঘরেও এই পরিষেবা পাওয়া যায়।
