আজকাল ওয়েবডেস্ক: ইরানের একাধিক সরকারি লক্ষ্যবস্তু, ঘাঁটি এবং পরমাণু ঘাঁটিতে হামলা চালিয়েছে ইজরায়েল। ইজরায়েলের তরফে জানানো হয়েছে ২০০টি বিমান হামলা হয়েছে ইরাজ জুড়ে। প্রাণ গিয়েছে ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান, আইআরজিসির কমান্ডার এবং ইরানের এমারজেন্সি কমান্ডের কমান্ডারের।

অন্যদিকে দেশজুড়ে হামলার পরেই বার্তা দিয়েছেন খামেনেইয়ের। হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ‘এই কাজ যারা করল, তারা নিজেদেরই সর্বনাশ ডেকে আনল। এর বদলা নেওয়া হবে। এই হামলায় দেশের শীর্ষ কমান্ডার থেকে শুরু করে বিজ্ঞানী–অনেকেই শহিদ হয়েছেন। এই রক্তের বদলা রক্ত দিয়েই নেওয়া হবে। যারা শহিদ হলেন তাদের সহকর্মীরাই এই বদলা নেবেন ও দেশকে এগিয়ে নিয়ে যাবেন।

এবার দু’ দেশকে বার্তা দিল ভারত। এর আগেই ভারতীয় দূতাবাস সেখানে থাকা ভারতীয়দের সাবধানে, সতর্কে থাকার পরামর্শ দিয়েছিল। এবার বিবৃতি দিয়েছে ভারত সরকারের বিদেশ মন্ত্রক। জানানো হয়েছে, ইরান-ইজরায়েলের সাম্প্রতিক ঘটনায় উদ্বিগ্ন ভারত। পারমাণবিক কেন্দ্রগুলিতে হামলা-সহ সব বিষয়ের দিকে নজর রাখছে দেশ। 

?ref_src=twsrc%5Etfw">June 13, 2025

একই সঙ্গে বিবৃতিতে জানানো হয়েছে, ‘ভারত দু’ পক্ষকে যেকোনও উত্তেজনাকর পদক্ষেপ এড়াতে আহ্বান জানিয়েছে। পরিস্থিতির উত্তেজনা কমানো এবং দু দেশের আভ্যন্তরীণ সমস্যা সমাধানের জন্য কথোপকথন এবং কূটনৈতিক আলোচনার কথাও বলেছে ভারত। ভারত দু’ দেশের সঙ্গে সু সম্পর্কের কথা উল্লেখ করে জানিয়েছে, যে কোনও পরিস্থিতিতে সাহায্যের জন্য প্রস্তুত। 

দু’ দেশে বসবাসকারী ভারতীয়দের সঙ্গে দেশ যোগাযোগ রাখছে এবং  ওই অঞ্চলে সমস্ত ভারতীয় নাগরিকদের সতর্কতা অবলম্বন, নিরাপদে থাকার এবং স্থানীয় সুরক্ষা পরামর্শ অনুসরণ করার পরামর্শ দেওয়া দিয়েছে ভারত।

উল্লেখ্য, হাত গুটিয়ে বসে থাকবে না ইরান। ইজরায়েলের হামলার পরেই হুঁশিয়ারি দিয়েছিলেন ইরানের শীর্ষ নেতা আলি খামেনেই। আর সেটাই হল হামলার কয়েক ঘণ্টার মধ্যে। ১০০–রও বেশি ড্রোন নিয়ে হামলা চালাল ইরান। ইজরায়েলে কতটা ক্ষয়ক্ষতি করতে পেরেছে তারা, তা এখনও জানা যায়নি।