আজকাল ওয়েবডেস্ক: চলতি বছরের ১ মে থেকে ওয়েটিং লিস্টের যাত্রীদের জন্য নতুন নিয়ম চালু করল ভারতীয় রেল। রেলযাত্রা যাতে আরও সহজ হয়ে যায় সেজন্যেই এই নতুন নিয়মটি চালু করা হয়েছে।


ইন্ডিয়া টুডের খবর অনুসারে, এবার থেকে যাদের নাম ওয়েটিং লিস্টে থাকবে তারা আর রেলের স্লিপার বা এসি কোচে যেতে পারবেন না। নতুন নিয়ম অনুসারে যাদের নাম এবার থেকে ওয়েটিং লিস্টে থাকবে তারা আর স্লিপার কোচ বা এসি কোচে সফর করতে পারবেন না। এটি করা হয়েছে যাতে কনফার্ম টিকিট নিয়ে কোনও সমস্যা তৈরি না হয়। 


মে মাস থেকে এই নিয়ম চালু হয়ে গিয়েছে। এবার থেকে যদি রেলে চড়তে হয় তাহলে সেখানে বহু আগে থেকেই টিকিট বুকিং করতে হবে। যদি কনফার্ম টিকিট থাকে তাহলেই আপনি স্লিপার বা এসি কোচে যেতে পারবেন। এরফলে রেলের টিকিট নিয়ে যে দুর্নীতির অভিযোগ এতদিন ধরে চলছিল সেটি আর হবে না।


রেলের এই নিয়মের ফলে এই বিশেষ কোচগুলিতে শুধুমাত্র কনফার্ম টিকিটের যাত্রীরাই সিট পাবেন। এরফলে যাত্রীরা অনেক বেশি করে আইআরসিটিসি-র পোর্টালকে ব্যবহার করবেন। পাশাপাশি নিজের ফোনের মোবাইল অ্যাপ থেকেও একে ট্র্যাক করা যেতে পারে। যাত্রীরা আগে থেকেই নিজেদের পরিস্থিতি দেখতে পারবেন।


নতুন এই নিয়ম ভারতীয় রেলের আইন অনুসারে কাজ করবে। যাদের টিকিট কনফার্ম থাকবে তারাই এবার থেকে স্লিপার এবং এসি কোচে যাত্রা করতে পারবেন। স্টেশনে থাকা টিকিট পরীক্ষক এবং অন্য কর্মীরা এই বিষয়টি নজরে রাখবেন। যেসব যাত্রীরা এই নিয়ম মানবেন না তাদের জরিমানা হবে এবং পরবর্তী স্টেশনে তাঁদেরকে ট্রেন থেকে নামিয়ে দেওয়া হবে বলেও খবর মিলেছে।


বহুদিন ধরেই ভারতীয় রেলে এই বিষয়টি নিয়ে আলোচনা করা হচ্ছিল। তবে এবার সেটিকে কার্যকরী করা হল। এরফলে যাত্রীরা অনেক বেশি নিশ্চিত হয়ে ট্রেনে সফর করতে পারবেন। সেখানে বৈধ টিকিটকেই গুরুত্ব দেওয়া হবে।