আজকাল ওয়েবডেস্ক: বরাবর ‘বিয়ে’ বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় বিয়ের কার্ড। বিয়ের কার্ডই একদিকে যেমন বার্তা বয়ে নিয়ে যায় অন্যদের কাছে। তেমনই বিয়ের কার্ড-এর মাধ্যমে পাত্র-পাত্রীর পছন্দ-অপছন্দও প্রকাশ পায়। সময়ের সঙ্গে সঙ্গে বারবার নানা সময়ে বদলে গিয়ে কার্ড-এর নকশা। বর্তমান সময়ে স্মার্ট ফোনের যুগে ভার্চুয়াল কার্ডের চল অনেক বেশি। তবে সম্প্রতি সমাজমাধ্যমে একটি বিয়ের কার্ড ছড়িয়ে পড়েছে, যা দেখে নেটিজেনরা প্রশ্ন করছেন, তাহলে কি পাত্র-পাত্রী নিমন্ত্রিতদের বাড়ি বাড়ি আইফোন পাঠাচ্ছেন?

বিষয়টি হল, আইফোন না পাঠালেও তাঁদের বিয়ের কার্ড মূলত আইফোনের নকশায় করা। অর্থাৎ এক পলক দেখলে মনে হবে আইফোন। স্ক্রিনসেভারে রয়েছে পাত্র-পাত্রীর ছবি। তবে সেটি আদতে ডিজাইন। ফোনের মতো দেখতে বিয়ের কার্ড খুললেই আবার বিয়ের মতো। তিনটি পাতায় রয়েছে বিস্তারিত তথ্য, নিমন্ত্রণ। রয়েছে কিউ আর কোড, গুগল ম্যাপের বিষয়ও। 

বিয়ের মরশুমে এই কার্ডের ডিজাইন ভাইরাল হয়েছে ব্যাপক হারে। কেউ কেউ আপ্লুত নতুন ডিজাইন নিয়ে। কেউ কেউ আবার বলছেন, পুরনো গণেশ এর ছবি দেওয়া কার্ডই ভাল ছিল অনেক।