আজকাল ওয়েবডেস্ক: এই বছর দীপাবলিতে নৌবাহিনীর সেনাদের সঙ্গে সময় কাটালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আইএনএস বিক্রান্তে থাকা নৌবাহিনীর সদস্যদের উদ্দেশে বক্তৃতার সময় প্রধানমন্ত্রী ভারতীয় নৌবাহিনীর শক্তি ও ঐতিহ্যের প্রশংসা করেন এবং এই যুদ্ধজাহাজটিকে ভারতের সামুদ্রিক শক্তি এবং জাতীয় গর্বের একটি শক্তিশালী প্রতীক হিসেবে বর্ণনা করেন। মোদি এদিন দাবি করেন, আইএনএস বিক্রান্ত পাকিস্তানে ভয়ের সঞ্চার করেছে।
প্রধানমন্ত্রী মোদি বলেন, আইএনএস বিক্রান্তে দেশের সাহসী নৌসেনাদের সঙ্গে দীপাবলি উদযাপন করা তাঁর সৌভাগ্যের বিষয়। গোয়া এবং কারওয়ার উপকূলে সশস্ত্র বাহিনীর সদস্যদের সঙ্গে এই উৎসব উদযাপন করে, তিনি তাঁদের সাহস এবং নিষ্ঠার প্রতি শ্রদ্ধা জানান, এই উপলক্ষটিকে গভীরভাবে প্রতীকী এবং স্মরণীয় বলে অভিহিত করেন। তিনি বলেন, “আজ একটি অসাধারণ দিন। এই দৃশ্যটি স্মরণীয়। একদিকে আমার সমুদ্র, অন্যদিকে ভারত মাতার বীর সৈনিকদের শক্তি।”
তিনি বলেন, “আইএনএস বিক্রান্তের নামই পাকিস্তানের ঘুম কেড়ে নিয়েছে। যদি এর নামই শত্রুর সাহসকে নাড়া দিতে পারে, তাহলে সেটাই আইএনএস বিক্রান্ত।” ভারতের সামরিক দক্ষতা তুলে ধরে তিনি আরও বলেন, “ভারতীয় নৌবাহিনীর তৈরি ভয়, ভারতীয় বিমানবাহিনীর প্রদর্শিত আশ্চর্যজনক দক্ষতা এবং ভারতীয় সেনাবাহিনীর সাহসিকতা - তিন বাহিনীর অসাধারণ সমন্বয় পাকিস্তানকে অপারেশন সিন্দুরে এত দ্রুত আত্মসমর্পণ করতে বাধ্য করেছিল।”
VIDEO | PM Modi, while addressing Navy personnel on INS Vikrant this Diwali, says, “INS Vikrant’s mere name vanished the sleep of entire Pakistan. If its mere name diminished the courage of the enemy, it is INS Vikrant…”#Diwali2025 #INSVikrant #IndianNavy
— Press Trust of India (@PTI_News)
(Source – Third… pic.twitter.com/HIH2TiudIGTweet by @PTI_News
আইএনএস বিক্রান্তকে আত্মনির্ভর ভারত এবং ভারতে তৈরি এক অতুলনীয় প্রতীক হিসেবে উল্লেখ করে তিনি বলেন, “দেশীয় এই যুদ্ধজাহাজ জাতির কঠোর পরিশ্রম, উদ্ভাবন এবং দৃঢ় সংকল্পের প্রতিনিধিত্ব করে। সমুদ্রের মধ্য দিয়ে যাত্রা করা আইএনএস বিক্রান্ত ভারতের সামরিক শক্তির প্রতিফলন। এটি কেবল একটি যুদ্ধজাহাজ নয়, বরং একবিংশ শতাব্দীর ভারতের প্রতিভা, প্রভাব এবং প্রতিশ্রুতির একটি সাক্ষ্য।”
প্রধানমন্ত্রী আরও বলেন, “বিক্রান্ত বিশাল, বিপুল এবং মনোরম। বিক্রান্ত অসাধারণ, বিক্রান্তও বিশেষ।” আইএনএস বিক্রান্তের ডেকে দাঁড়িয়ে তিনি আরও বলেন, “আজ, একদিকে আমার কাছে অসীম দিগন্ত এবং আকাশ আছে, আর অন্যদিকে অসীম শক্তির প্রতীক আইএনএস বিক্রান্ত দাঁড়িয়ে আছে। সমুদ্রের জলে সূর্যের রশ্মির আভা আমাদের সাহসী সৈন্যদের দ্বারা প্রজ্জ্বলিত দীপাবলির প্রদীপের মতো মনে হয়।”
Highlights from INS Vikrant, including the Air Power Demo, a vibrant cultural programme and more… pic.twitter.com/Br943m0oCC
— Narendra Modi (@narendramodi)Tweet by @narendramodi
প্রধানমন্ত্রী মোদী জানান, যুদ্ধজাহাজে কাটানো রাতটি ছিল এক অবিস্মরণীয় অভিজ্ঞতা, যা দেশপ্রেম এবং গর্বের চেতনায় পরিপূর্ণ। তিনি বলেন, “গতকাল আইএনএস বিক্রান্তে কাটানো রাতটি ভাষায় প্রকাশ করা কঠিন। আমি আপনাদের সকলের অপরিসীম শক্তি এবং উৎসাহ দেখেছি।” তিনি আরও বলেন, “যখন আমি আপনাদের দেশাত্মবোধক গান গাইতে এবং সঙ্গীত পরিবেশনার মাধ্যমে অপারেশন সিঁদুরের বর্ণনা দিতে দেখলাম, তখন আমি বুঝতে পারলাম যে যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে একজন সৈনিকের অনুভূতি আসলে কোনও শব্দেই ধরা পড়ে না।”
গোয়া এবং কারওয়ার উপকূলে অবস্থিত আইএনএস বিক্রান্তে উৎসবটি উদযাপনের সময় প্রধানমন্ত্রী বলেন, “আমাদের নৌবাহিনীর সাহসী সৈনিকদের সঙ্গে দীপাবলির এই পবিত্র উৎসব উদযাপন করতে পেরে আমি নিজেকে ভাগ্যবান মনে করছি।”
