আজকাল ওয়েবডেস্ক: টাকা চুরি করে প্রেমিকাদের নিয়ে মহাকুম্ভ মেলায় ঘুরতে গিয়েছিল মধ্যপ্রদেশের বাসিন্দা দুই যুবক। কিন্তু চুরি করা টাকায় পুণ্য করতে গিয়েও শেষ পর্যন্ত ধরা পড়তে হল পুলিশের হাতে। প্রয়াগরাজ থেকে ফিরে আসার পরেই দুই অভিযুক্তকে হাতেনাতে গ্রেপ্তার করল পুলিশ। অভিযুক্তদের থেকে নগদ চার লক্ষ টাকা ও সোনার গয়নাসহ চুরি যাওয়া সামগ্রী উদ্ধার করা হয়েছে। জানা গিয়েছে, দুই অভিযুক্তের নাম অজয় শুক্লা এবং সন্তোষ কোরি। ইতিমধ্যেই, তাদের বিরুদ্ধে ইন্দোরে ১৫টি চুরির মামলা নথিভুক্ত রয়েছে।

 

সম্প্রতি, ইন্দোরের দ্বারকাপুরী এলাকায় চুরির ঘটনা বেড়ে যায়। গত ১৫ দিনে চারটি বাড়িতে চুরির অভিযোগ জমা পড়ার পর পুলিশ তদন্ত শুরু করে। ঘটনাস্থলে পাওয়া ফিঙ্গারপ্রিন্ট মিলিয়ে দেখতেই উঠে আসে অভিযুক্ত দুই যুবকের প্রোফাইল। এরপরই তাদের মোবাইল ট্র্যাক করে দেখা যায় মহাকুম্ভ মেলার লোকেশন। তদন্ত এগোতেই পুলিশ জানতে পারে দুই যুবক প্রেমিকাদের নিয়ে গিয়েছে প্রয়াগরাজে মহাকুম্ভ মেলায়। ইন্দোর পুলিশ পরবর্তীকালে প্রয়াগরাজে পৌঁছালেও, শহরে ভিড় বেশি থাকায় এবং তাদের মোবাইল লোকেশন বারবার বদলানোর কারণে তাদের খুঁজে পেতে সমস্যায় পড়তে হয়।

 

কিন্তু ইন্দোরে ফেরার পর হাতেনাতে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গিয়েছে। ইন্দোরের ডেপুটি কমিশনার অফ পুলিশ ঋষিকেশ মীনা জানিয়েছেন, ‘দুই যুবকের বিরুদ্ধে ১৫টিরও বেশি চুরির মামলা রয়েছে। জিজ্ঞাসাবাদের সময় অভিযুক্তরা স্বীকার করেছে বিলাসবহুল জীবনযাপনের জন্যই দ্বারকাপুরীতে একাধিক চুরির ঘটনা ঘটিয়েছিল তারা। চুরি করা বেশিরভাগ টাকাই তারা খরচ করেছে প্রেমিকাদের ওপর। যার মধ্যে রয়েছে মহাকুম্ভ মেলার ভ্রমণের খরচও’। পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের থেকে নগদ চার লক্ষ টাকা এবং সোনার গয়নাসহ চুরি যাওয়া কিছু মূল্যবান সামগ্রী উদ্ধার করা হয়েছে।