আজকাল ওয়েবডেস্ক: ফের বিমান বিভ্রাট। এবার ইন্ডিগোর ভুবনেশ্বর–কলকাতা বিমানে। জানা গেছে, বিকেল ৪.২০ মিনিটে টেকঅফের সময়ই বিমানে প্রচন্ড ঝাঁকুনি অনুভূত হয়। সঙ্গে সঙ্গে রানওয়েতেই বিমান থামিয়ে আনা হয় পার্কিং বে–তে। কিন্তু কেন এরকম হল? বিমান কর্তৃপক্ষ নাকি দাবি করেছে বিমানে পাখির ধাক্কার জন্যই এই সমস্যা। যদিও বিমান কর্তৃপক্ষের তরফে এখনও সরকারিভাবে বিভ্রাটের কারণ জানানো হয়নি।
এই ঘটনার পর দেড় ঘণ্টা ভুবনেশ্বর বিমানবন্দরে আটকে ছিল বিমানটি। এরপর যাত্রীদের জানানো হয় বিমান বাতিল করা হয়েছে। এতেই ক্ষোভে ফেটে পড়েন যাত্রীরা। একাধিক যাত্রীর দাবি, বিমান কর্তৃপক্ষ বিভ্রাটের প্রকৃত কারণ জানাচ্ছে না। দাবি, এক একরকম নাকি কথা বলা হচ্ছে।
শেষ পাওয়া খবর অবধি যাত্রীদের জন্য বিকল্প বিমানের ব্যবস্থা এখনও করেনি কর্তপক্ষ।
সম্প্রতি আহমেদাবাদ–লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার বিমান ভয়ঙ্কর বিমান দুর্ঘটনার কবলে পড়ে। বহু মানুষ মারা যান। তারপর থেকেই একাধিক বিমান বিভ্রাটের খবর এসেছে। সেই তালিকায় নয়া সংযোজন ইন্ডিগোর ভুবনেশ্বর–কলকাতা বিমান।
