আজকাল ওয়েবডেস্ক: এয়ার ইন্ডিয়ার বোয়িং বিমান বিপর্যয়ের স্মৃতি এখনও টাটকা। সেই বিমানের চালক 'মে ডে' কল করলেও শেষরক্ষা হয়নি। সেই দুর্এঘটনা থেকে শিক্ষা নিয়ে 'মে ডে' কল করলেন ইন্ডিগো বিমানের পাইলট। পাইলটের তৎপরতায় ইন্ডিগোর গুয়াহাটি-চেন্নাই বিমানটি বেঙ্গালুরুতে জরুরি অবতরণ করে। 

বিমানে জ্বালানি কম থাকার জন্যই জরুরি অবতরণ করতে হয়েছে বলে জানা গিয়েছে। 

ঘটনাটি গত বৃহস্পতিবারের। জানা গিয়েছে, ১৬৮ জন যাত্রী নিয়ে গুয়াহাটি থেকে চেন্নাইগামী ইন্ডিগোর বিমান গত বৃহস্পতিবার রাতে চরম সংকটে পড়েছিল। জ্বালানি ফুরিয়ে যাওয়ায় পাইলট ‘মে ডে’ কল করেন। শেষপর্যন্ত ওই বিমানটি বেঙ্গালুরুর কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করে।

সুত্রের খবর, গন্তব্য থেকে ৩৫ মাইল দূরে থাকা অবস্থায় পাইলট ‘মে ডে’ সংকেত পাঠান। বিমানের হঠাৎ ওঠানামা যাত্রীদের মধ্যে আতঙ্ক তৈরি করে। তবে শেষপর্যন্ত সব নিরাপদই ছিল। বিমানবন্দরের এয়ার ট্র্যাফিক কন্ট্রোল (এটিসি)-এর একাধিক সূত্র জানিয়েছে, পাইলট দ্বিতীয়বার অবতরণের চেষ্টা না করে সোজা বেঙ্গালুরু রওনা দেন।

জানা গিয়েছে, সংকেত পাওয়ার সঙ্গে সঙ্গে এয়ার ট্র্যাফিক কন্ট্রোল গ্রাউন্ড স্টাফদের সতর্ক করে দেয়। মেডিকেল ও দমকল কর্মীরাও প্রস্তুত ছিলেন। রাত ৮টা ২০ মিনিট নাগাদ বিমানটি বেঙ্গালুরুতে নিরাপদে অবতরণ করে। একটি সূত্র জানায়, “বিমানটি যখন ‘গো অ্যারাউন্ড’ করে, তখন তার কাছে বাধ্যতামূলক ‘মিনিমাম ডাইভারশন ফুয়েল’ ছিল না বলেই মনে হচ্ছে।”

পাইলট সত্যিই ‘মে ডে’ সংকেত পাঠিয়েছিলেন কি না তবে ইন্ডিগো-র তরফে তা নিশ্চিত করা হয়নি।

বেঙ্গালুরুতে অবতরণের পর, ফ্লাইট ক্রু ঘোষণা করেন বিমানটি জ্বালানি ভরার পর আবার চেন্নাই যাবে। পরে অন্য পাইলটদের পরিচালনায় বিমানটি রাত ১১.২৫মিনিট নাগাদ চেন্নাইতে অবতরণ করে।