বিপর্যস্ত দেশের বিমান পরিষেবা, চাপের মুখে বড় সিদ্ধান্ত কেন্দ্রের, কী বদল হল নিয়মে? জানুন

ছবি: সংগৃহীত।

আজকাল ওয়েবডেস্ক: পরিসংখ্যান, দেশ জুড়ে কয়েকদিনে বাতিল হয়েছে অন্তত হাজার বিমান। বিমানবন্দরগুলিতে ব্যাপক ক্ষোভ যাত্রীদের। দিল্লি বিমান বন্দরের অবস্থা শোচনীয়। গত কয়েকদিনে কেবল বিমান বাতিল নয়, যে পরিমাণ বিমানে বিলম্ব, তাতে কার্যত ধস বিমান ব্যবস্থায়।

ইন্ডিগো, দেশের সবচেয়ে বড় বিমান সংস্থায় ধস। আর এই পরিস্থিতিতে নিয়মে বদল আনল কেন্দ্র। সর্বভারতীয় সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর তেমনটাই। জানা গিয়েছে, যে নিয়মকে কেন্দ্র করে ব্যাপক বেনিয়ম, তা আংশিক প্রত্যাহার করা হয়েছে।

কী ছিল নিয়মে?

আগে কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণাধীন উড়ান নিয়ন্ত্রক সংস্থা ডিজিসিএ নির্দেশিকা জারি করে জানিয়েছিল, বিমানচালকরা ছুটি নিতে চাইলে, সেটিকে তাঁদের সাপ্তাহিক বিশ্রামের সময়সীমার মধ্যে অন্তর্ভুক্ত করা যাবে না। অর্থাৎ তাঁদের যে সপ্তাহে ৪৮ঘণ্টা বিশ্রামের জন্য নির্দিষ্ট হয়েছে, তার মধ্যেই ছুটিকে অন্তর্ভুক্ত করা যাবে না। নয়া নির্দেশিকার পর থেকেই কার্যত অচল হয়ে পড়ে ইন্ডিগোর বিমান পরিষেবা। পরপর বিমান বাতিল, যাত্রীদের চরম ভোগান্তি, দেশজুড়ে ক্ষোভ, বিশৃঙ্খলা। 

টানা চতুর্থ দিন অপারেশনাল সমস্যায় জর্জরিত ভারতের অন্যতম বৃহৎ বিমান সংস্থা ইন্ডিগো। পাঁচ ডিসেম্বর পর্যন্ত, অন্তত ৬০০টি বিমান বাতিল হয়েছে। যার প্রভাব পড়েছে দিল্লি, মুম্বই, বেঙ্গালুরু, হায়দরাবাদ, গোয়া, কলকাতা সহ দেশের প্রায় সব বড় বিমানবন্দরে। শুক্রবার দিল্লি বিমানবন্দর জানিয়েছে, মাঝরাত পর্যন্ত, সমস্ত বিমানের উড়ান বাতিল। জাতীয় বিমান চলাচল নিয়ন্ত্রক, সিভিল এভিয়েশন ডিরেক্টরেট-জেনারেলের সূত্র এনডিটিভিকে জানিয়েছে যে, বিকেল তিনটা পর্যন্ত বিমান বাতিল করা হয়েছে।