আজকাল ওয়েবডেস্ক:‌ দেশে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। এই মুহূর্তে দেশে অ্যাক্টিভ কেসের সংখ্যা ২৭১০। কেরলের অবস্থা সবচেয়ে খারাপ। তারপরেই মহারাষ্ট্র ও দিল্লি।


সরকারি পরিসংখ্যান বলছে গত চার দিনে অ্যাক্টিভ কেসের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বেড়েছে। গত ২৬ মে সংখ্যাটা যেখানে ছিল ১০১০। সেখানে ৩০ মে সংখ্যাটা এসে ঠেকেছে ২৭১০ এ। 


কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান বলছে, কেরলে আক্রান্তের সংখ্যা ১১৪৭। মহারাষ্ট্রে ৪২৪। দিল্লিতে ২৯৪ আর গুজরাটে ২২৩। তামিলনাড়ুতে সংখ্যাটা ১৪৮। কর্নাটকে সংখ্যাটা ১৪৮। পশ্চিমবঙ্গেও আক্রান্তের সংখ্যা বাড়ছে। সেখানে আক্রান্ত ১১৬।


এছাড়া রাজস্থানে আক্রান্ত ৫১। উত্তরপ্রদেশে ৪২। পুদুচেরিতে ২৫। হরিয়ানায় ২০। অন্ধ্রপ্রদেশে ১৬। মধ্যপ্রদেশে ১০। গোয়ায় ৭। এছাড়া ওড়িশা, পাঞ্জাব ও জম্মু–কাশ্মীরে চার জন করে করোনায় আক্রান্ত। তিন জন করে আক্রান্ত অরুণাচলপ্রদেশ, তেলেঙ্গানা ও চণ্ডীগড়ে। মিজোরাম ও অসমে আক্রান্ত দু’‌জন করে।
আন্দামান নিকোবর, সিকিম ও হিমাচলপ্রদেশ থেকে এখনও আক্রান্তের খোঁজ মেলেনি।


পরিসংখ্যানে আরও বলা হয়েছে মে মাসে করোনায় মৃত্যু হয়েছে সাত জনের। তার মধ্যে মহারাষ্ট্রে (‌২)‌ ও দিল্লিতে (‌১)‌ মৃতদের মধ্যে করোনা ছাড়াও অন্যান্য শারীরিক সমস্যা ছিল। মৃতদের মধ্যে ৬ জনই বয়স্ক। পাঞ্জাবে এক জন শিশু মারা গেছে কোভিডে।


যদিও স্বাস্থ্যমন্ত্রকের তরফে বলা হয়েছে, আতঙ্কিত হওয়ার কিছু নেই। এই নতুন ভ্যারিয়েন্ট অতটা শক্তিশালী নয়।